জাতীয় সংসদ নির্বাচন ২০১৮

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর সোনারগাঁও হোটেল থেকে এই ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ স্লোগান নিয়ে নির্বাচনের ইশতেহার ঘোষণা শুরু করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রত্যেক নাগরিকের আইনের আশ্রয় ও সাহায্য লাভের সুবিধা অবারিত করা হবে। বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও মর্যাদা সমুন্নত রাখা হবে। মানবাধিকার কমিশনের স্বাধীনতা ও কার্যকারিতা সুনিশ্চিত করার ব্যবস্থা অব্যাহত থাকবে।’  তিনি বলেন, ‘ সংসদকে আরো কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। প্রশাসনের দক্ষতা, জবাবদিহিতা ও জনসেবা প্রাপ্তি নিশ্চিত করা হবে। সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করা হবে ও দুদককে আরো শক্তিশালী করা হবে।’ প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী ৫ বছরে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। পাকা সড়ক দিয়ে প্রতিটি গ্রামকে জেলা ও উপজেলার সঙ্গে যুক্ত করা হবে। সুপেয় পানি ও উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা হবে। কর্মসংস্থানের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে কলকারখানা গড়ে তোলা হবে।’ রাইজিংবিডি/ঢাকা/১৮ ডিসেম্বর ২০১৮/নূর/ইভা