জাতীয় সংসদ নির্বাচন ২০১৮

বিএনপির ৭ জনের প্রার্থিতা হাইকোর্টে বাতিল

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ৭ জনের প্রার্থিতা বাতিল করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোককেট শাহ্ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। হাইকোর্টে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন: জামালপুর-৪ শামীম তালুকদার, বগুড়া-৩ আব্দুল মুহিত তালুকদার, ব্রাহ্মণবাড়িয়া-৪ মোসলেম উদ্দিন, ময়মমনসিংহ-৮ মাহমুদ হোসেন, ঝিনাইদহ-২ আব্দুল মজিদ, জয়পুরহাট-১ ফজলুর রহমান, রাজশাহী-৬ আবু সাইদ চাঁদ। তবে বগুড়া-৩ আসনে আব্দুল মুহিত তালুকদারের প্রার্থিতা বাতিল করে মাসুদা মোমিনকে ধানের শীষ প্রতীক দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বিএনপির ওই সাত প্রার্থী চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করা সত্ত্বেও নির্বাচন কমিশন তাদের মনোনয়নপত্র গ্রহণ করেন। পরে কমিশনের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে পৃথক আবেদন জানানো হয়। ওই সব আবেদনের শুনানি নিয়ে বিএনপির আট জনের প্রার্থিতা বাতিলের আদেশ দেন হাইকোর্ট।

 

এছাড়া রংপুর-১ আসনে স্বতন্ত্রী প্রার্থী আসাদুজ্জামানের প্রার্থিতাও একই কারণে বাতিল করেছেন হাইকোর্ট।

       

রাইজিংবিডি/ঢাকা/২০ অক্টোবর ২০১৮/মেহেদী/সাইফ