জাতীয় সংসদ নির্বাচন ২০১৮

উস্কানি দিচ্ছেন ড. কামাল : কাজী ফিরোজ

জ্যেষ্ঠ প্রতিবেদক : নির্বাচনকে কেন্দ্র করে ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ঢাকা-৬ আসনের   মহাজোটের প্রার্থী কাজী ফিরোজ রশীদ। তিনি বলেন, ‘জনগণকে লাঠি নিয়ে ভোট কেন্দ্রে পাহারা দেওয়ার কথা বলে উস্কানি দিচ্ছেন ড. কামালরা। তার এ বক্তব্য রাষ্ট্রকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ। নির্বাচন বানচালের ষড়যন্ত্র। তারা ভোট কেন্দ্রে পাহারা দেবার কে?’ কাজী ফিরোজ রশীদ বৃহস্পতিবার দিনব্যাপী ৪৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগকালে এই অভিযোগ করেন। সকাল থেকে কাজী ফিরোজ রশীদ নির্বাচনী এলাকার বেগমগঞ্জ, ওয়াল্টার রোড, কাঠেরপুল লেন (বানিয়ানগর), হৃষীকেশ দাস রোড, মিউনিসিপ্যাল স্টাফ কোয়াটার, সূত্রাপুর বাজারসহ আশেপাশে নেতা-কর্মী নিয়ে মিছিল সহকারে লাঙলের জন্য ভোট প্রার্থনা করেন।  

নির্বাচনী এলাকায় কাজী ফিরোজ রশীদ পুরান ঢাকার লালকুঠিসহ বেশ কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন। এ সময় তার সঙ্গে আওয়ামী লীগ ও জাপা নেতাদের মধ্যে আবু আহমেদ মান্নাফী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, আলমগীর সিকদার লোটন, আবু সাঈদ, গাজী আবু সাঈদ, হাজী ফারুক, নিজাম উদ্দিন নিজাম, মো. আনোয়ার, আইয়ুব আলী খান, নেতা হাজী ফারুক, আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। এলাকাবাসীর উদ্দেশ্যে কাজী ফিরোজ রশীদ বলেন, ৩০ ডিসেম্বর আমরা চাই শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু অপশক্তিগুলো জনগণের ভিতর ভয়ভীতি সৃষ্টি করছে। কিন্তু দেশপ্রেমিক জনতা শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে তাদের ষড়যন্ত্রের জবাব দেবে।’ তিনি গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় লাঙলে ভোট দেওয়ার আহ্বান জানান। এদিকে বিকেলে পুরান ঢাকার লালকুঠি মাঠে লাঙলের সমর্থনে বিশাল এক পথসভা অনুষ্ঠিত। এতে নেতৃত্ব দেন কাজী ফিরোজ রশিদের ছেলে কাজী সোয়েব রশিদ এবং স্থানীয় কাউন্সিলর আরিফ হোসেন ছোটন।

   

রাইজিংবিডি/ঢাকা/২০ ডিসেম্বর ২০১৮/নঈমুদ্দীন/সাইফ