জাতীয় সংসদ নির্বাচন ২০১৮

নির্বাচন প্রশ্নবিদ্ধ করবেন না : কবিতা খানম

নিজস্ব প্রতিবেদক, যশোর : আগামী ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। তিনি বলেছেন, ‘‘প্রিজাইডিং অফিসাররা যদি তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে নিরপেক্ষ থাকে, তাহলে ভোট কেন্দ্রে প্রতিকূল অবস্থার সৃষ্টি হবে না। সবার ওপর অর্পিত দায়িত্ব পালনে আপনারা সচেতন থাকবেন। আপনাদের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হলে মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হবে, ভোট কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে; যেটা নির্বাচন কমিশন আশা করে না।’’ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার বিকেলে যশোরের মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন কবিতা খানম। এবার যশোর-৫ (মণিরামপুর) আসনে ১২৬টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এই লক্ষ্যে ১২৬ জন প্রিজাইডিং অফিসারকে প্রশিক্ষণ দিয়েছে নির্বাচন কমিশন। অনুষ্ঠানে কবিতা খানম বলেন, ‘‘আপনারা যারা প্রিজাইডিং অফিসার আছেন, সবার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতে পারে। নিজের পছন্দ-অপছন্দ যেন ভোটের মাঠে প্রতিফলিত না হয়। সেটাকে নিজের মধ্যে লুকিয়ে রেখে দায়িত্ব পালন করবেন। আপনাদের ব্যক্তিগত দুর্বলতার কারণে অনেক কিছু ঘটে যেতে পারে।’’ তিনি বলেন, ‘‘বে-আইনি কাজ করবেন না। ভুল সিদ্ধান্ত দেবেন না। আপনাদের একটা ভুল সিদ্ধান্তে অনেক কিছু ঘটে যেতে পারে। সাহস হারাবেন না। আপনাদের সঙ্গে প্রশাসন, পুলিশ সর্বোপরি নির্বাচন কমিশন আছে।’’ সাহস রেখে প্রয়োজনে কেন্দ্রে বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশ দেন তিনি। তিনি বলেন, ‘‘নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না, প্রশংসা চায়। ৩০ ডিসেম্বর আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যেন প্রশ্নের ঊর্ধ্বে থাকে, এই প্রতিজ্ঞা আপনাদের নিতে হবে।’’ সাংবাদিক ও কেন্দ্র পরিদর্শকদের ব্যাপারে তিনি বলেন, ‘‘এই সংক্রান্ত নীতিমালা দেওয়া হয়েছে। সবাই যেন সেই সব নিয়ম মেনে কেন্দ্র পরিদর্শন করে, সেই ব্যাপারে আপনারা সজাগ থাকবেন।’’ প্রিজাইডিং অফিসারদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘‘দায়িত্ব পালনে নিজেদের পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগাবেন। ফলাফল ঘোষণার পরও যেন উৎসবমুখর পরিবেশ বজায় থাকে সেই ব্যাপারে সজাগ থেকে দায়িত্ব পালন করবেন।’’ খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল আওয়াল, খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবর রহমান, যশোরের পুলিশ সুপার মঈনুল হক ও সহকারী রিটার্নিং অফিসার আহসান উল্লাহ শরিফী অনুষ্ঠানে বক্তৃতা করেন। রাইজিংবিডি/যশোর/২২ ডিসেম্বর ২০১৮/বি এম ফারুক/বকুল