জাতীয় সংসদ নির্বাচন ২০১৮

পরাজয় নিশ্চিত বুঝেই বিএনপির নালিশ শুরু হয়েছে: মেনন

নিজস্ব প্রতিবেদক : সমাজকল্যাণমন্ত্রী ও ঢাকা-৮ আসনে মহাজোটের প্রার্থী রাশেদ খান মেনন বলেছেন, পরাজয় নিশ্চিত বুঝেই বিএনপির নালিশ দেওয়া শুরু হয়ে গেছে। সোমবার বিকেলে রাজধানীর নিউ ইস্কাটনে ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ঢাকা ৮ আসনের স্থানীয় বাসিন্দা ও গন্যমান্য ব্যক্তিদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রাশেদ খান মেনন বলেন, ‘বিএনপির মাঠের জনপ্রিয়তা তলানিতে ঠেকে গেছে। তারা নিজেরাও বুঝে গেছে এই নির্বাচনে তাদের আশা শেষ। এখন তারা নৌকা মার্কার প্রার্থীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দায়ের করছে। তারা নিজেরা গণসংযোগে না নেমে নির্বাচন কমিশনে নালিশ করছে যে, তাদেরকে নামতে দেওয়া হচ্ছে না। তাদেরকে মাঠে নামতে দেওয়া হচ্ছে না- এটা তারা কোথাও দেখাতে পারবে না। আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণ তাদের এই চালাকির জবাব ব্যালটের মাধ্যমেই বুঝিয়ে দিয়ে নৌকার বিশাল জয় নিশ্চিত করবে বলে আমার বিশ্বাস।’ নির্বাচিত হলে পরবর্তী ৫ বছরে ঢাকা ৮ আসনের গুরুত্বপূর্ণ এলাকায় ফ্রি ওয়াইফাই জোন করা, তরুণ ও যুবকদের জন্য নতুন কিছু খেলার মাঠ করা, যুব উদ্যোক্তাদের জন্য ব্যবসার অনুকুল পরিবেশ সৃষ্টি করার অঙ্গীকার করেন তিনি। পাশাপাশি আরো কি কি কাজ করবেন তার তালিকা তুলে ধরেন। সভা শেষে মেনন তার নির্বাচনী কর্মী, নেতৃবৃন্দ ও এলাকার মানুষকে সঙ্গে নিয়ে নিউ ইস্কাটন, পুরানা রমনা, বাংলামোটর ও শাহবাগ এলাকায় জনসংযোগ করেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সহ সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোস্তফা আলমগীর রতন, সদস্য দীপংকর সাহা দীপু ও স্থানীয় নেতৃবৃন্দ। রাইজিংবিডি/ঢাকা/২৪ ডিসেম্বর ২০১৮/আসাদ/শাহনেওয়াজ