জাতীয় সংসদ নির্বাচন ২০১৮

নিরপেক্ষ নির্বাচন করুন : কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘গ্রেপ্তার-হয়রানি বন্ধ করুন, নিরপেক্ষ নির্বাচন করুন। ভোটে আমরা জিতলে জিতবো, আপনারা জিতলে জিতবেন।’ মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃকালে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, ‘মুক্তিযুদ্ধের মার্কা হচ্ছে ধানের শীষ। এবারের নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী একজনই, সেটা খালেদা জিয়া। এই প্রতীকের প্রার্থী যারা আছেন তারা সবাই উনার প্রতিনিধি।’ ভোটারদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ধানের শীষে ভোট দিয়ে স্বাধীনতা ও গনতন্ত্রকে বিজয়ী করুন। আপনারা কেন্দ্রে কেন্দ্রে ভোট চোর ধরার জন্য বসে থাকবেন।’ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কাদের সিদ্দিকী  বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা আমার আপা, আপনাকে বলছি, আপনার সর্বনাশ হয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা হয়ে নির্বাচনে এমন করলে, ভাবিকালে আপনাকে স্বৈরশাসক বলবে।’ উপজেলা বিএনপির আহ্বায়ক শুকুর মাহমুদের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, জেলা বিএনপির জিয়াউল হক শাহীন প্রমুখ। রাইজিংবিডি/টাঙ্গাইল/২৫ ডিসেম্বর ২০১৮/শাহরিয়ার সিফাত/শাহেদ