জাতীয় সংসদ নির্বাচন ২০১৮

চট্টগ্রামে নির্বাচনী দায়িত্ব পালন করবেন ৩৬৬ ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসন, তিন পার্বত্য জেলা এবং কক্সবাজার জেলাসহ সমগ্র চট্টগ্রাম বিভাগে দায়িত্ব পালন করবেন ৩৬৬ ম্যাজিস্ট্রেট। সুষ্ঠুভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এসব ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। প্রথম দফায় নির্বাচন কমিশন ২৩১ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার পর মঙ্গলবার নতুন করে আরো ১৩৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়। ফলে চট্টগ্রামে ভোট অনুষ্ঠানে দুই দফায় নিয়োগকৃত ম্যাজিস্ট্রেটদের সংখ্যা দাঁড়াল ৩৬৬। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শঙ্কর রঞ্জন সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার দপ্তর সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগরী এবং চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলা ও উপজেলায় সর্বমোট ৩৬৬ জন ম্যাজিস্ট্রেট নির্বাচনী দায়িত্ব পালন করবেন। যেসব এলাকায় এই ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন– এর মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরী, চট্টগ্রাম জেলার প্রতিটি উপজেলা, কক্সবাজার জেলা এবং এর উপজেলাসমূহ, রাঙামাটি পার্বত্য জেলা ও উপজেলাসমূহ, খাগড়াছড়ি পার্বত্য জেলা ও উপজেলাসমূহ, বান্দরবান পার্বত্য জেলা ও উপজেলাসমূহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা, কুমিল্লা জেলা, চাঁদপুর জেলা, নোয়াখালী জেলা, ফেনী জেলা এবং লক্ষ্মীপুর জেলা এবং উপজেলাসমূহ। রাইজিংবিডি/চট্টগ্রাম/২৭ ডিসেম্বর ২০১৮/রেজাউল/টিপু