জাতীয় সংসদ নির্বাচন ২০১৮

চট্টগ্রামের ১৬ আসনের শৃঙ্খলায় ৩৩৩৩ পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম মহানগরী ও জেলার ১৬টি সংসদীয় আসনে শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে ৩হাজার ৩শ ৩৩ জন পুলিশ সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন। নির্বাচনে সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী, র‌্যাব সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্বে থাকলেও সরাসরি মাঠের মূল দায়িত্বে থাকবে পুলিশ। ফলে প্রতিটি সংসদীয় আসনের প্রতিটি ভোট কেন্দ্রে সার্বক্ষনিক এবং প্রত্যক্ষ দায়িত্ব পালনে থাকবে পুলিশ সদস্যরা। চট্টগ্রাম নগর ও জেলা পুলিশ সূত্রে এই তথ্য জানা গেছে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা জানান, সুষ্ঠুভাবে নির্বাচনী দায়িত্ব পালনের লক্ষ্যে পুলিশের প্রস্তুতি সম্পন্ন। পুলিশের প্রতিটি সদস্যকে নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামে সর্বমোট ১৩০২টি ভোটকন্দ্রে স্ট্রাইকিং ফোর্স, স্ট্যান্ডবাই, মোবাইলটিমে সক্রিয় থাকবে পুলিশ। এর মধ্যে প্রতিটি সংসদীয় আসনের ১৬টিতে ১৬টি স্ট্রাইকিং ফোর্স থাকবে পুলিশের। প্রতি টিমে থাকবে ১০ জন করে সদস্য। স্ট্যান্ডবাই থাকবে ১৬টি টিম। এতেও থাকবে ১০ জন করে সদস্য। ৫ জনের মোবাইল টিম থাকবে ২০০টি। ১৩০২টি ভোট কেন্দ্রে পুলিশের নিয়মিত সদস্যের পাশাপাশি আনসার ভিডিপি’র সদস্যরা মোতায়েন থাকবে। অন্যান্য কর্মকর্তা মিলে থাকবে আরও ৬২৭ জন। এদিকে চট্টগ্রামের ১৬ আসনে ৪৪ প্লাটুন সেনা সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনে থাকছে। প্রতি প্লাটুনে থাকবে ৩০ জন করে সেনাসদস্য। সর্বমোট ১৩২০ জন সেনাসদস্য মাঠে থাকবে বলে জানা গেছে। এর সমন্বয়কারী হিসেবে থাকবনে ৭ জন সেনা র্কমর্কতা। চট্টগ্রামের উপকূলীয় এলাকায় থাকবে নৌবাহিনীর ৪ প্লাটুনে ১০১ জন সদস্য, ৭ প্লাটুন কোস্টর্গাডে ১৩৪ জন সদস্য ও চারজন র্কমর্কতা। এছাড়া  চট্টগ্রামের নির্বাচনী মাঠে ৭১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতি প্লাটুনে থাকবে ৩০ জন করে মোট দুই হাজার ১৩০ জন সদস্য। এছাড়া মোবাইল টিম হিসেবে র‌্যাবের থাকবে ৪৬টি টিম। প্রতি টিমে থাকবে ৮ জন করে সদস্য। ১৩ জন কর্মকর্তার নেতৃত্বে এই টিমগুলো নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবে। রাইজিংবিডি/চট্টগ্রাম/২৭ ডিসেম্বর ২০১৮/রেজাউল/টিপু