জাতীয় সংসদ নির্বাচন ২০১৮

ইভিএমে ভোটগ্রহণে সাতক্ষীরা সদর প্রস্তুত

সাতক্ষীরা সংবাদদাতা: ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে দেশের ৬টি আসনের একটি সাতক্ষীরা-২ (সদর) । এই আসনটি এখন ইভিএমে ভোটগ্রহণে প্রস্তুত। রাত পোহালেই ভোট। সাতক্ষীরা সদরের ভোটাররা ঘুমভাঙার পরই ভোট কেন্দ্রে ছুটবেন ইভিএমে ভোট দিতে। সাতক্ষীরা সদর-২ আসনটি ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ১৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৭ হাজার ২৩৪ জন। নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৯৫০ জন ভোটার রয়েছেন। সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, সাতক্ষীরা-২ আসনে ১৩৭ টি কেন্দ্রের প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানের প্রতীকী মহড়াও সম্পন্ন হয়েছে। তিনি জানান, ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্তে এ আসনে ভোটারদের মধ্যে এক ধরণের সংশয় সৃষ্টি হয়েছিল। তা কেটে গেছে। ভোটাররাও এখন ভোট দেওয়ার জন্য প্রস্তুত। ২৭ ডিসেম্বর এ আসনের প্রতিটি কেন্দ্রে একযোগে অনুশীলনমূলক ভোটিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশ নেন। ইভিএমের ব্যাপক প্রচারণা ও প্রদর্শনের ফলে সাতক্ষীরা সদর আসনে বিরাজ করছে ভোটের উৎসব আমেজ। এই আসনের প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগের মীর মোস্তাক আহমেদ রবি (নৌকা), বিএনপির জামায়াত নেতা মুহাম্মাদ আব্দুল খালেক (ধানের শীষ), জাতীয় পার্টির শেখ মাতলুব হোসেন লিয়ন (লাঙ্গল), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নিত্যানন্দ সরকার (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতী রবিউল ইসলাম (হাতপাখা) ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. জুলফিকার রহমান (আম) । রাইজিংবিডি/ সাতক্ষীরা/২৯ ডিসেম্বর ২০১৮/শাহীন গোলদার/টিপু