জাতীয় সংসদ নির্বাচন ২০১৮

চট্টগ্রামে সংঘর্ষে যুবলীগ কর্মীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : ভোট শুরুর আগ মুহূর্তে চট্টগ্রামের বাঁশখালী ও পটিয়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে এক যুবলীগ কর্মীসহ দুইজন নিহত হয়েছেন। রোববার ভোরে ও শনিবার গভীর রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে বাঁশখালীতে নিহত হয়েছেন আহমদ কবীর (৩০) নামের এক ব্যক্তি এবং পটিয়া উপজেলায় নিহত হয়েছেন যুবলীগ কর্মী দিল মোহাম্মদ (৩৫)। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন) আফরুজুল টুটুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে বাঁশখালী উপজেলার পৌরসভার বড়ইতলী এলাকায় দুই পক্ষের সংঘর্ষে আহমদ কবির নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, ভোটের আগে শনিবার গভীর রাতে পটিয়া উপজেলার কুসুমপুরা গুরখাইন নামক এলাকায় এক যুবলীগ কর্মী প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। নিহত যুবলীগ কর্মীর নাম দিল মোহাম্মদ (৩৫)। প্রতিপক্ষ বিএনপি সমর্থকরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রাইজিংবিডি/চট্টগ্রাম/৩০ ডিসেম্বর ২০১৮/রেজাউল/সাইফুল