জাতীয় সংসদ নির্বাচন ২০১৮

ফরিদপুরে ৩টিতে আ.লীগ, একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

ফরিদপুর প্রতিনিধি : একাদশ জাতীয় নির্বাচনের ফলাফলে ফরিদপুরের চারটি আসনের মধ্যে তিনটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসনের ১৯৪টি কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. মঞ্জুর হোসেন ৩ লাখ ৬ হাজার ৮৯১ ভোট পেয়ে জয়লাভ করেছে। নিকটতম প্রার্থী বিএনপির শাহ মো. আবু জাফর পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট। ফরিদপুর-২ (সালথা, নগরকান্দা) আসনে ১২৩টি কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী ২ লাখ ১৯ হাজার ২০৯ ভোট পেয়ে জয়লাভ করেছে। নিকটতম প্রার্থী বিএনপির শামা ওবায়েদ রিংকু পেয়েছেন ১৪ হাজার ৮৮৫ ভোট। ফরিদপুর-৩ (সদর) আসনে ১৫৩টি ভোটকেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ২ লাখ ৭৪ হাজার ৮৭১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির চৌধুরী কামাল ইবনে ইউসুফ পেয়েছেন ২১ হাজার ৭০৪ ভোট। ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের ১৮৯টি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সন (সিংহ প্রতিক) ১ লাখ ৪৫ হাজার ভোট পেয়ে জয়লাভ করেছে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের কাজী জাফরউল্লাহ পেয়েছেন ৯৫ হাজার ১৬৩ ভোট। রাইজিংবিডি/ফরিদপুর/৩১ ডিসেম্বর ২০১৮/মো. মনিরুল ইসলাম টিটো/সাইফুল