জাতীয় সংসদ নির্বাচন ২০১৮

নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে

নিজস্ব প্রতিবদেক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৮০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বিভিন্ন স্থানে জালিয়াতি, জাল ভোট, ভোটারদের বাধা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, এই নির্বাচন নিয়ে লজ্জার কিছু নেই। গ্রহণযোগ্য নির্বাচনের মানদণ্ডে কোনো অতৃপ্তি নেই। এই নির্বাচন নিয়ে পুরো কমিশন সন্তুষ্ট। তিনি বলেন, আমরা আর নতুন করে নির্বাচন করব না। যে নির্বাচন করেছি তা আর নতুন করে করার সুযোগ নেই।  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম, সাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ প্রমুখ।  শান্তিপূর্ণ ভোট হলেও কিছু জায়গায় সহিংসতায় ১৪ জনের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সিইসি। সিইসি বলেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে। মূলত ৩০ ডিসেম্বরে জাতি ভোট-উৎসবে মেতেছিল। কেন্দ্র দখল, কারচুপির অভিযোগ থাকলেও ভোট নিয়ে ‘অতৃপ্ত নয়’ বরং ‘সন্তুষ্ট’ বলে জানান সিইসি কে এম নুরুল হুদা। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট পুনরায় ভোটের দাবি জানালেও তা নাকচ করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি জানান, ভোট নিয়ে লিখিত কোনো অভিযোগ তারা পাননি। অভিযোগ পেলেও ফলাফলের গেজেটে প্রকাশে কোনো বাধা নেই। ব্যাপক অনিয়মের অভিযোগ এনে ভোটের ফল প্রত্যাখ্যান ও পুনরায় নির্বাচন দেওয়ার দাবির বিষয়ে সিইসি বলেন, না, আমরা আর নতুনভাবে নির্বাচন করব না। আর নতুন করে নির্বাচনের সুযোগ নেই। বিএনপি লিখিত অভিযোগ দিলে কী করবেন ও পরবর্তীতে গেজেট প্রকাশের ধাপ জানতে চাইলে তিনি বলেন, লিখিত অভিযোগ দিলেও গেজেট প্রকাশে তা প্রতিবন্ধকতা হবে না। জনগণের ভোটের বিবেচনায় ফল নির্ধারিত হয়েছে বলে জানান সিইসি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ভোটের ব্যবধানের বিষয়ে সিইসি বলেন, জনগণ যেভাবে ভোট দিয়েছে, সেভাবে ভোট হয়েছে। ভোটের আগের রাতে ১০০টি কেন্দ্রে ভোট নেওয়ার অভিযোগ নাকচ করে সিইসি বলেন, এটা সম্পূর্ণ অসত্য কথা। এক প্রশ্নের জবাবে কে এম নুরুল হুদা বলেন, নির্বাচন কমিশন সন্তুষ্ট। আমরা অতৃপ্ত না। গণমাধ্যমের তথ্য ও দেশী-বিদেশী পর্যাক্ষেকের তথ্য মতে, ভোটের গ্রহণযোগ্যতা রয়েছে। অনিয়মের বিষয়ে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি।

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৮/হাসিবুল/রফিক