ফটো ফিচার

এই সানিকে কেউ দেখেনি

বিনোদন ডেস্ক : অভিনেত্রী সানি লিওন। এক সময়ের এই পর্নো তারকা এখন কাজ করেন বলিউড সিনেমায়। জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’র মাধ্যমে আলোচনায় আসেন সানি। পরবর্তীতে জিসম-টু সিনেমার মধ্য দিয়ে বলিউড সিনেমায় পা রাখেন। সানি লিওনের জন্ম ১৯৮১ সালের ১৩ মে। কানাডার সার্নিয়া, ওন্টারিও-তে একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার জন্ম তিব্বতে কিন্তু বেড়ে উঠেছেন দিল্লিতে এবং মায়ের জন্ম ভারতের হিমাচল প্রদেশে। সানি অভিনীত সিনেমাগুলো হলো- জিসম-টু, জ্যাকপট, রাগিনি এমএমএস-টু, হেট স্টোরি-টু, এক পেহেলি লীলা, কুচ কুচ লোচা হ্যায়, মাস্তিজাদে, ওয়ান নাইট স্ট্যান্ড, বেঈমান লাভ। বেশকিছু সিনেমায় অতিথি চরিত্রে হাজির হয়েছেন তিনি। বর্তমানে তেরা ইন্তেজার সিনেমার শুটিং করছেন সানি। এছাড়া শাহরুখ খানের বিপরীতে রইস সিনেমার একটি আইটেম গানে দেখা যাবে সানিকে। বলিউড এই সেনসেশনকে নিয়ে আমাদের আজকের ফটো ফিচার।

সানি লিওন নামে পরিচিত হলেও তার আসল নাম করণজিত কর ভোহরা।  

পর্নো তারকা হওয়ার আগে সানি লিওন শিশুদের নার্স হওয়ার জন্য লেখাপড়া করতেন।  

জিসম-টু সিনেমায় প্রথম গ্লিসারিন দিয়ে কাঁদার অভ্যাস আয়ত্ত করেন সানি।  

খাবারের তালিকায় সানির পছন্দ ইতালিয়ান খাবার। তবে পরোটা খেতেও খুব পছন্দ করেন তিনি। ফলের ক্ষেত্রে ‘কিউই’ তার খুব পছন্দ।  

সানি লিওনের পছন্দের অভিনেতা মি. পার্ফেক্টশনিস্ট আমির খান।  

যে কোনো ধরনের পোকা দেখে ভয় পান সানি।  

সানি মনে করেন, ‘পর্নো তারকা মানেই প্রস্টিটিউট নয়।’  

সানি লিওনের ভালোবাসার মানুষ একজনই, তিনি হলেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবার।  

বিবিসি’র জরিপে ২০১৬ সালের প্রভাবশালী নারীদের একজন সানি।    

পর্নো দুনিয়ার পা রাখার আগে একটি জার্মান বেকারি এবং একটি ট্যাক্স অ্যান্ড রিটায়ারমেন্ট ফার্মে কাজ করেছেন সানি।

 

রাইজিংবিডি/ঢাকা/২ ডিসেম্বর ২০১৬/মারুফ/ফিরোজ