ফটো ফিচার

ছবিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্টের দ্বিতীয় দিন

ক্রীড়া ডেস্ক : ৩ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলে প্রথম দিন শেষ করেছিল বাংলাদেশ। সেখান থেকে ৭ উইকেট হারিয়ে ৫৪২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে টাইগাররা। এমনটি সম্ভব হয়েছে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটিং দৃঢ়তায়। তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে দ্বিশতক হাঁকান সাকিব। ২১৭ রান করে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক বনে যান । অন্যদিকে মুশফিক তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন। ১৫৯ রান করে আউট হন তিনি। কিন্তু তারা দুজন পঞ্চম উইকেট জুটিতে ৩৫৯ রান তুলে রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট করে দেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৩৫৯ রান পঞ্চম উইকেট জুটিতে চতুর্থ সর্বোচ্চ রান। আর বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ রান। আগামীকাল তরুণ ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মন দলীয় স্কোরকে কতদূর টেনে নিতে পারেন সেটাই দেখার বিষয়। তার আগে চলুন প্রথম টেস্টের দ্বিতীয় দিনের কিছু সুন্দর মুহূর্ত দেখে নেওয়া যাক।

সাকিব আল হাসানের ব্যাট করার দৃশ্য  

শট খেলছেন মুশফিকুর রহিম  

নিজেদের মধ্যে আলোচনা করছেন সাকিব ও মুশফিক  

সেঞ্চুরির পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছেন সাকিব আল হাসান  

সেঞ্চুরির পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছেন মুশফিকুর রহিম  

সেঞ্চুরির পর পকেট থেকে কয়েন বের করে তামিম ইকবালকে দেখাচ্ছেন মুশফিকুর রহিম  

ডবল সেঞ্চুরির পর সাকিব আল হাসানের সাদামাটা উদযাপন  

ডবল সেঞ্চুরির পর সাকিব আল হাসানকে বুকে টেনে নেন অধিনায়ক মুশফিকুর রহিম

   

রাইজিংবিডি/ঢাকা/১৩ জানুয়ারি ২০১৭/আমিনুল