ফটো ফিচার

মায়াবতী অদিতি

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী অদিতি রাও হায়দারি। তামিল, মালায়লাম ও হিন্দি ভাষার সিনেমার অভিনয় করেন তিনি। বর্তমানে বলিউডে নিয়মিত অভিনয় করছেন এই অভিনেত্রী। ‘বস’, ‘রকস্টার’, ‘ফিতুর’, ‘মার্ডার-থ্রি’সহ বলিউডের বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। রূপ, মেধা আর অভিনয়গুণে দর্শকমহলেও রয়েছে তার গ্রহণ যোগ্যতা। বলিউডের বহুল আলোচিত্র নির্মাণাধীন সিনেমা ‘পদ্মাবতী’। এতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, শহিদ কাপুর। এই সিনেমায় শহিদের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন তিনি। এ দিকে নির্মাতা উমাং কুমারের ‘ভূমি’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফিরছেন সঞ্জয় দত্ত। এ সিনেমায় সঞ্জয়ের মেয়ের চরিত্রে অভিনয় করবেন অদিতি। সময়ের এই ব্যস্ততম অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে এই ফটো ফিচার।

 

ভারতের অন্ধ্র প্রদেশের হায়দরাবাদে জন্ম গ্রহণ করেছেন অদিতি রাও হায়দারি। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেছেন

 

ছয় বছর বয়স থেকে ভারতনাট্যম নৃত্যে প্রশিক্ষণ নেয়া শুরু করেন অদিতি। ২০০৬ সালে মালায়লাম ভাষার ‘প্রজাপতি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার

 

২০০৭ সালে ‘স্রীনগারাম’ সিনেমার মাধ্যমে তামিল ভাষার সিনেমায় অভিষেক ঘটে অদিতির

 

২০০৮ সালে ‘দিল্লি-সিক্স’ সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় পা রাখেন অদিতি রাও

 

২০১২ সালে সেরা সহ-অভিনেত্রী বিভাগে স্ক্রিন অ্যাওয়ার্ড জিতেন অদিতি রাও  

রাইজিংবিডি/ঢাকা/২০ জানুয়ারি ২০১৭/শান্ত/মারুফ