ফটো ফিচার

পানিতে ফুল ভাসানো

তিন পার্বত্য জেলায় বুধবার সকালে পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে নববর্ষ বরণে বৈসাবি উৎসবের মূল আনুষ্ঠানিকতা। পাহাড়ি জনগোষ্ঠীর বৃহত্তম এই সামাজিক আয়োজনে ব্যস্ত এখন শহর, নগর আর পাহাড়ি পল্লিগুলো। এ উৎসব ত্রিপুরাদের কাছে বৈসুক, বৈসু বা বাইসু , মারমাদের কাছে সাংগ্রাই এবং চাকমা ও তঞ্চঙ্গ্যাদের কাছে বিজু নামে পরিচিত। ২৯ চৈত্র চাকমা জনগোষ্ঠীর ‘ফুল বিজু’, ত্রিপুরা জনগোষ্ঠীর ‘হাঁড়িবসু’ আর মারমা সম্প্রদায় আয়োজন করে ‘সূচিকাজ’। নাম ভিন্ন হতে পারে কিন্তু এই দিন প্রায় সকল পাহাড়ি জাতিগোষ্ঠী পানিতে ফুল ভাসিয়ে দেয়। পাহাড়ি জনগোষ্ঠীর এই আনন্দ উৎসবের ছবি নিয়ে ফটো ফিচার

 

ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ফুল ভাসান প্রাক্তন পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। (ছবি : এস বাসু দাশ)

 

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে ফুল ভাসাচ্ছেন একঝাঁক তরুণ-তরুণী (ছবি : নুরুচ্ছাফা মানিক)

 

জলকেলী উৎসবে মাতোয়ারা মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা (ছবি : নুরুচ্ছাফা মানিক)

 

ত্রিপুরা সম্প্রদায়ের গড়িয়া নৃত্যের একটি দৃশ্য। (ছবি : নুরুচ্ছাফা মানিক)

 

কাপ্তাই হ্রদে ফুল ভাসাচ্ছেন তরুণ-তরুণীরা।(ছবি : রেজাউল করিম)

 

ফুল ভাসানোর পূর্বে সঙ্গীদের নিয়ে সেলফি(ছবি : রেজাউল করিম)

 

ফুল ভাসিয়ে পুরাতন বছরের গ্লানি দূর করে নতুন বছরকে আবাহন করা করছে পাহাড়িরা (ছবি : রেজাউল করিম)

   

রাইজিংবিডি/ঢাকা/১২ এপ্রিল ২০১৭/রুহুল আমিন