ফটো ফিচার

নির্বাচনী হাসি-কান্না

আন্তর্জাতিক ডেস্ক : ঐতিহাসিক নির্বাচনের মধ্য দিয়ে ফ্রান্স পেয়েছে নতুন প্রেসিডেন্ট। ঐতিহাসিক এই অর্থে যে, এবার প্রধান দুই রাজনৈতিক দল রিপাবলিকান ও সোশ্যালিস্ট পার্টি প্রথম দফার নির্বাচনে ছিটকে যায়। আধুনিক ফ্রান্সের ইতিহাসে এবারই এমন দুজন চূড়ান্ত দফায় প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন, যাদের দল থেকে আগে মাত্র একবার এমন হয়েছে। রোববার ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয় এবং এতে ৬৪ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাত্র ৩৯ বছর বয়সি এমানুয়েল ম্যাক্রোঁ। তার প্রতিদ্বন্দ্বী লি পেন পরাজয় স্বীকার করে তাকে স্বাগত জানান। এরপর হাসি-কান্নার এক মিশ্রিত আবহ তৈরি হয় ফ্রান্সে। তেমন কিছু ছবি নিয়ে এ আয়োজন।

ম্যাক্রোঁর জয়ের খবর ছড়িয়ে পড়ার পর ল্যুভর মিউজিয়ামের পাশে বিশাল পর্দায় তার ছবি ভেসে ওঠে

 

প্যারিসের ল্যুভরে বিজয়ী মঞ্চে এভাবেই সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন ম্যাক্রোঁ

 

ল্যুভর মিউজিয়ামের পাশে এমানুয়েল ম্যাক্রোঁর সমর্থকদের বিজয় উচ্ছ্বাস

 

পরাজয়ী প্রার্থী মারি লি পেনের সমর্থকদের চোখে জল

 

প্যারিসে পরাজয় স্বীকার করে ম্যাক্রোঁকে স্বাগত জানান লি পেন

তথ্যসূত্র : রয়টার্স অনলাইন রাইজিংবিডি/ঢাকা/৮ মে ২০১৭/রাসেল পারভেজ