ফটো ফিচার

সাড়া ফেলেছে স্বারার রূপের দ্যুতি

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী স্বারা ভাস্কর। অর্ধ যুগ পেরিয়ে গেছে চলচ্চিত্রে পা রেখেছেন তিনি। তার আগে দিল্লির ‘অ্যাক্ট ওয়ান’ নামে একটি থিয়েটার দলের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে দিল্লি থেকে মুম্বাইয়ে পাড়ি জমান এবং চলচ্চিত্রের সঙ্গে নিজেকে যুক্ত করেন। তবে অভিষেক চলচ্চিত্রটি ব্যবসায়ীকভাবে মুখ থুবড়ে পড়ে। এমনকি তার দ্বিতীয় ও তৃতীয় চলচ্চিত্রটিও ব্যবসায়ীকভাবে ব্যর্থ হয়। কিন্তু এতেই থমকে যাননি স্বারা। নাম লেখান চতুর্থ চলচ্চিত্রে। তার অভিনীত চতুর্থ সিনেমা ‘তানু ওয়েডস মানু’ বক্স অফিসে সফলতার আলো বয়ে আনে। একই সঙ্গে সমালোচকদের কাছেও প্রশংসা পান এ অভিনেত্রী। এরপর বেশ কিছু দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দেন তিনি। এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।  

ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন স্বারা ভাস্কর। বেড়েও উঠেছেন এই শহরে  

দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি লাভ করেন স্বারা  

২০০৯ সালে ‘মধুলাল কীপ ওয়ার্কিং’ সিনেমার মাধ্যমে বলিউড চলচ্চিত্রে অভিষেক ঘটে এই অভিনেত্রীর  

২০১০ সালে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘গুজারিশ’ সিনেমায় অভিনয় করেন তিনি  

২০১১ সালে ‘তানু ওয়েডস মানু’ সিনেমায় অভিনয় করেন স্বারা ভাস্কর

   

রাইজিংবিডি/ঢাকা/৭ অক্টোবর ২০১৭/শান্ত/মারুফ