ফটো ফিচার

ছবিতে মিস ওয়ার্ল্ড মানশি

বিনোদন ডেস্ক : বিশ্বের অন্যতম পুরোনো সুন্দরী প্রতিযোগিতার আসর ‘মিস ওয়ার্ল্ড’। ১৯৫১ সালে এরিক মরলে যুক্তরাজ্যে এটি শুরু করেন। এরপর থেকে এখনো চালু রয়েছে এ প্রতিযোগিতা। ২০১৭ সালে এ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ভারতের মানশি চিল্লার। তবে ভারতীয়দের কাছে প্রথম এই মুকুট ধরা দেয় ১৯৬৬ সালে। রেইতা ফারিয়া ভারতের হয়ে প্রথম এ মুকুট জেতেন। এরো প্রায় তিন দশক পরে এ প্রতিযোগিতায় সেরার খেতাব পান অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। সর্বশেষ ২০০০ সালে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ভারতের হয়ে মিস ওয়ার্ল্ড খেতাব জিতেন। এর ১৭ বছর পর কোনো ভারতীয় নারী বিশ্ব সুন্দরীর মুকুট পেলেন। ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’ মানশি চিল্লারকে নিয়ে এই ফটো ফিচার।

হরিয়ানার হয়ে ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৭-এর প্রতিনিধিত্ব করেন ২০ বছর বয়সি মানশি চিল্লার 

 

ফেমিনা মিস ইন্ডিয়া-২০১৭ প্রতিযোগিতার জন্য পুরো এক বছর লেখাপড়া থেকে দূরে ছিলেন তিনি

 

ভারতের বিভিন্ন প্রদেশের ৩০জন প্রতিযোগীর মধ্যে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয় তাকে

 

ভারতের ভগত ফুল সিং সরকারি মেডিক্যাল কলেজে চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করছেন তিনি

 

কবিতা, গান-নাচ ও চিত্রকর্মে মানশির আগ্রহ রয়েছে 

রাইজিংবিডি/ঢাকা/১৯ নভেম্বর ২০১৭/মারুফ/শান্ত