ফটো ফিচার

চলিতেছে সার্কাস

আমিনুর রহমান হৃদয় : জীবনের ঝুঁকি নিয়ে কঠিন সব শারীরিক কসরত দেখিয়ে তারা দর্শককে আনন্দ দেন। কিন্তু আনন্দময় জীবনের সন্ধান নিজেরা পান না। এ সময় দুর্ঘটনার সম্মুখীনও হন অনেকে। তারপরও জীবন ও জীবিকার প্রয়োজনে, কিছুটা পেশার প্রতি ভালোবাসার কারণে সার্কাসে খেলা দেখিয়েই জীবনের কঠিন পথ তারা পাড়ি দেন। দ্য গ্রেট রওশন সার্কাসের শিল্পীদের খেলার বিভিন্ন ছবি নিয়ে এই ফটো ফিচার। 

 

হাত দিয়ে না ধরে পায়ের ওপর লোহার মই রেখে নিয়ন্ত্রণ করেন একজন, সেই মইয়ের ওপর দাঁড়িয়ে খেলা দেখাচ্ছে এক শিশু

 

কেউ সাইকেল নিয়ে, কেউ ঝুলন্ত দড়ির ওপর ছাতা নিয়ে শরীর নিয়ন্ত্রণ করে হেঁটে নানা খেলা দেখান

 

একজন আরেকজনের ওপর ভর দিয়ে তৈরি করেন নানা ধরনের মানবদৃশ্য। আরো বিভিন্ন ধরনের খেলা তাদের দেখাতে হয়। নইলে যে দর্শকের হাততালি জোটে না। তখন সার্কাসও জমে না

 

সাইকেল নিয়ে খেলা দেখাচ্ছেন এক নারী। যদিও সমাজ তাদের ‘শিল্পী’ হিসেবে মূল্যায়ন করে না। নেই সরকারি পৃষ্ঠপোষকতা

 

শূন্যে সাইকেল নিয়ে খেলা দেখাচ্ছেন একজন। খেলায় যত টানটান উত্তেজনা থাকবে দর্শক ততো আনন্দিত হবে। জমে উঠবে সার্কাস

 

পায়ের নিচে কাচ। হাতে বল নিয়ে খেলা দেখাচ্ছে এক শিশুশিল্পী। ওরা জেনে গেছে গরীব মানুষের ভাগ্যে লেখাপড়া নাই। সার্কাসে খেলা দেখিয়ে টাকা আয় করার নামই জীবন

 

জীবনের ঝুঁকি নিয়ে খেলতে হয় এমন খেলা। বিনিময়ে পান সামান্য কিছু অর্থ। এমনকি স্থানীয় জটিল রাজনীতিও তাদের চলার পথে মস্ত বাধা। অনেক সময় খেলা দেখানোর অনুমতি মেলে না

 

জীবনের পরোয়া না করে দক্ষ বাজিকরের মতো একজন ছুড়ে মারেন চাকু। সেই চাকুর সামনে অন্যজনকে দাঁড়াতে হয় হাসি মুখে  

রাইজিংবিডি/ঢাকা/৫ জানুয়ারি ২০১৮/তারা