ফটো ফিচার

অদম্য পায়েল

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পায়েল ঘোষ। বিবিসির একটি টেলিফিল্মে কাজ করার পর কানাডিয়ান একটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এতে স্কুল পড়ুয়া এক মেয়ের চরিত্রে অভিনয় করেন। যে পাশের বাড়ির এক চাকরের প্রেমে পড়ে। যদিও পায়েলের বাবা-মা সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত মেনে নিতে চাননি। কিন্তু এতেই থেমে যাননি পায়েল। পরবর্তী সময়ে কলকাতা থেকে মুম্বাইয়ে পাড়ি জমায় পায়েল। নমিত কিশোর অ্যাকটিং একাডেমিতে ভর্তি হন। সেখানে তেলেগু সিনেমার পরিচালক চন্দ্র শেখরের সঙ্গে পরিচয় হয়। তিনিই পায়েলকে তার একটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ দেন। এরপর তামিল, কন্নড় ও হিন্দি ভাষার বিভিন্ন সিনেমায় অভিনয় করেন পায়েল। রূপ আর অভিনয় গুণে খুব অল্প সময়ের মধ্যে দর্শকপ্রিয়তা লাভ করেন তিনি। এ অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।   

কলকাতায় জন্মগ্রহণ করেন পায়েল ঘোষ। সেখানেই বেড়ে উঠেছেন তিনি

 

কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন পায়েল

 

এক বন্ধুর উৎসাহে বিবিসি নির্মিত একটি টেলিফিল্মে অভিনয়ের জন্য অডিশন দেন পায়েল। এর মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি

 

২০০৯ সালে তেলেগু ভাষার ‘প্রায়ানম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন

 

২০১২ সালে বলিউডের ‘ফ্রিডম’ সিনেমায় অভিনয় করেন পায়েল। বলিউডে তার প্রথম সিনেমা হলেও এটি এখনো মুক্তি পায়নি

রাইজিংবিডি/ঢাকা/৬ জুলাই ২০১৮/শান্ত/মারুফ