ফটো ফিচার

ছবিতে অভিনেত্রী রাগিনি

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাগিনি দ্বিবেদী। ২০০৮ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। পরবর্তী সময়ে চলচ্চিত্রে নাম লেখান রাগিনি। তার অভিনীত প্রথম চলচ্চিত্রটি ব্যবসায়ীকভাবে যেমন সফল হয়, তেমনি দর্শক সমালোচকদেরও প্রশংসা কুড়ান তিনি। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। অভিনয় ক্যারিয়ারে ২৯টি সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন রাগিনি। বর্তমানে তামিল, কন্নড়, মালায়ালাম, তেলেগু ও হিন্দি ভাষার আরো পাঁচটি সিনেমার কাজ তার হাতে রয়েছে। এই অভিনেত্রীকে নিয়েই সাজানো হয়েছে ফটো ফিচার।

 

ভারতের বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন রাগিনি দ্বিবেদী। বেড়েও উঠেছেন এই শহরে  

২০০৮ সালে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় প্রথম রানার আপ নির্বাচিত হন তিনি  

২০০৯ সালে কন্নড় ভাষার ‘বীরা মাড়াকারি’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় রাগিনির

 

২০১২ সালে ‘আরিয়া’সিনেমার মাধ্যমে তামিল ফিল্মইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি  

২০১৩ সালে ‘আর রাজকুমার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী

   

রাইজিংবিডি/ঢাকা/২৬ ডিসেম্বর ২০১৮/শান্ত/মারুফ