ফটো ফিচার

ছবিতে বেদে শিশুদের জীবনযাপন

সমাজের মূল ধারার শিশুদের মতো নয় ওদের জীবন বরং শিশু বয়স থেকেই সংগ্রাম করে বেড়ে উঠতে হয়। ওরা বেদে শিশু। প্রতিদিন সকালে কাজে যায় ওদের মা আর ফিরে আসে বিকেলে কিংবা সন্ধ্যায়। কিন্তু কীভাবে সময় কাটে এই বেদে শিশুদের? তা নিয়েই সাজানো হয়েছে এই ফটো ফিচার। ছবি তুলেছেন খায়রুল বাশার আশিক।  

এই ঘরেই কাটছে বেদে শিশুটির শৈশব (বরগুনা)  

ঝুপড়ি ঘরে মায়ের সঙ্গে বেদে শিশু (বরগুনা)  

মায়ের কোলে এক নবজাতক ও অন্যান্য (বরগুনা)  

মা ঘরে নেই তাই ছোট ভাইকে দেখভাল করছে আরেক বেদে শিশু (বরগুনা)  

দিন শেষে মাকে কাছে পেয়ে ব্যতিব্যস্ত বেদে শিশুটি (কলাপাড়া, পটুয়াখালী)  

দুই বেদে শিশু, বন্ধুত্ব ও ঝগড়ায় দুজন দুজনার সঙ্গী (বরগুনা)  

দুপুরের রান্নায় ব্যস্ত বেদে শিশুরা (বরগুনা)  

শেষ বিকেলে মা ঘরে ফিরেছেন। সঙ্গে এনেছেন কিছু খাবার। তা পেয়ে শিশুটির উচ্ছ্বাসের শেষ নেই (কর্নকাঠি, বরিশাল)  

কাপড় দিয়ে মাছ ধরছে দুজন বেদে শিশু (বরগুনা)  

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ ডিসেম্বর ২০১৮/ফিরোজ/শান্ত