ফটো ফিচার

ঋতুরাজকে বরণ

রাইজিংবিডি ডেস্ক : পয়লা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের শুরু আজ। বসন্তের আগমনে প্রাণচাঞ্চল্য দেখা দেয় প্রকৃতিতে। শীত নিদ্রা শেষে আড়মোড়া ভেঙ্গে যেন জেগে ওঠে প্রকৃতি। গাছে গাছে রক্তকাঞ্চন ফুল। শিমুল, পলাশ, পারুল, কৃষ্ণচূড়ার রঙে রঙিন হয়ে ওঠে বৃক্ষরাজি।  ফুলে ফুলে ভরা ডালে আনন্দে নেচে বেড়ায় পাখিরা।  কুহু কুহু গেয়ে ওঠে কোকিল। তার মিষ্টি সুরে বিমোহিত মন। পয়লা ফাল্গুনে নানা আয়োজনে বরণ করে নেওয়া হয় ঋতুরাজকে। বসন্তবরণের আনন্দঘন মুহূর্তের কিছু ছবি নিয়ে ফটো ফিচার। ক্যামেরার পেছনের কারিগর কিসমত খোন্দকার।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় নাচে-গানে বসন্তবরণ করে নেওয়া হয় ঋতুরাজ বসন্তকে

 

বসন্ত মানেই প্রকৃতিতে রঙের বাহার। পয়লা ফাল্গুনে বর্ণিল ফুলে নিজেকে সাজিয়ে মনের আনন্দে ঘুরে বেড়ায় তরুণীরা

 

বসন্তবরণে ছোট্ট এই শিশুটিও মায়ের সঙ্গে বর্ণিল সাজে

 

তরুণীর পাশাপাশি বর্ণিল সাজে ঘুরে বেড়ায় ছোট ছোট শিশুরাও

 

ঋতুরাজকে বরণ করতে স্থানীয়দের সঙ্গে বিদেশীরাও শামিল হন

 

প্রকৃতির প্রাণচাঞ্চল্যে নিজেকে সাজানোর পর আপনজনকেও রাঙিয়ে দিচ্ছে তরুণী

 

সুরের মূর্ছনায় নাচে-গানে আর বাসন্তী উচ্ছ্বাসে বরণ করে নেওয়া হয় ঋতুরাজ বসন্তকে

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৯/এনএ