ফটো ফিচার

মৌনির পথচলা

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী মৌনি রায়।  চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার জন্য মাঝ পথে পড়াশোনা থামিয়ে দিয়েছিলেন। এরপর মুম্বাই পাড়ি জমান তিনি।  তারপর বলিউডের ‘রান’ সিনেমায় সহ-নৃত্যশিল্পী হিসেবে কাজ করেন।  ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমার মাধ্যমে শোবিজ অঙ্গনে তার পথচলা শুরু। ২০০৭ সালে ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’ নামে টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেন মৌনি।  এতে অভিনয় করেই দর্শকপ্রিয়তা লাভ করেন এই অভিনেত্রী। এরপর স্টার প্লাস, কালার টিভি, জি টিভি চ্যানেলের সিরিয়ালে অভিনয় করেন তিনি। ১৪ বছর আগে শোবিজ অঙ্গনে পা রাখলেও চলচ্চিত্রে খুব একটা সরব হননি তিনি।  তবে বর্তমানে এ অঙ্গনে বেশ সরব হয়ে উঠেছেন মৌনি।  এখন ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘বোল চুড়িয়া’ সিনেমার শুটিং করছেন তিনি।  এছাড়া তার অভিনীত ‘রোমিও আকবর ওয়াল্টার’ ও ‘মেড ইন চায়না’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।   

পশ্চিমবঙ্গের কোচবিহারে জন্মগ্রহণ করেন মৌনি রায়।  তিনি বেড়েও উঠেছেন এই শহরে  

জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে গণ যোগাযোগ বিষয়ে স্নাতক কোর্সে ভর্তি হলেও তা আর সম্পন্ন করতে পারেননি মৌনি  

২০১৮ সালে বলিউডের ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে এই অভিনেত্রীর  

কন্নড় ভাষার আলোচিত ‘কেজিএফ: চ্যাপ্টার ১’ সিনেমার একটি গানে দেখা গেছে তাকে  

বলিউডের ‘বোল চুড়িয়া’ সিনেমায় নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন মৌনি

   

রাইজিংবিডি/ঢাকা/১৩ মার্চ ২০১৯/শান্ত/মারুফ