ফটো ফিচার

আইটেম কন্যা মীনাক্ষি

বিনোদন ডেস্ক: ভারতীয় সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী মীনাক্ষি দীক্ষিত। একটি নাচের রিয়েলিটি শোয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। তারপর নাম লেখান চলচ্চিত্রে। এরপর মাইক্রোসফটসহ বেশ কটি বিখ্যাত ব্যান্ডের মডেল হন মীনাক্ষি। তেলেগু ভাষার ‘ডুকুড়ু’ সিনেমাটি ২০১১ সালে মুক্তি পায়। এতে অতিথি চরিত্রে অভিনয় করেন তিনি। ওই বছর সিনেমাটি সর্বোচ্চ আয় করেছিল। এ সিনেমায় তার পারফর্ম দেখেই ‘বডিগার্ড’-এর রিমেকে আইটেম গানে পারফর্মের সুযোগ পান। সিনেমাটি মুক্তির পর এ গানটিও প্রশংসা কুড়ায়। এছাড়া ‘বিল্লা টু’ সিনেমার আইটেম গানে পারফর্ম করেও দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী। বর্তমানে তেলেগু ভাষার ‘মহর্ষি’, তামিল ভাষার ‘তাক্কর’ ও কন্নড় ভাষার একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত মীনাক্ষি। এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।  

ভারতের উত্তর প্রদেশের রাবারেলিতে জন্মগ্রহণ করেন মীনাক্ষি দীক্ষিত  

উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা ও রসায়ন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি  

কত্থক নাচে প্রশিক্ষণ নিয়েছেন মীনাক্ষি  

২০০৯ সালে তেলেগু ভাষার ‘লাইফস্টাইল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে এই অভিনেত্রীর  

‘পি সে পিএম তাক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে মীনাক্ষি

 

রাইজিংবিডি/ঢাকা/৬ মে ২০১৯/শান্ত/মারুফ