ফটো ফিচার

‘সুইট প্রিন্সেস’ জেরিন খান

বিনোদন ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রাভিনেত্রী জেরিন খান। মডেল হিসেবেও তার খ্যাতি রয়েছে। ২০১০ সালের দিকে পরিচালক সুভাষ ঘাইয়ের ফিল্ম স্কুল, হুইসলিং উডস ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটে ঘুরতে যান জেরিন। সেখানেই সালমান খানের নজরে পড়েন এই অভিনেত্রী। এরপর ‘বীর’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রের জন্য তাকে চূড়ান্ত করার সিদ্ধান্ত নেন সালমান খান। জেরিনকে চূড়ান্ত করার কারণ ব্যাখ্যা করে সালমান খান বলেছিলেন, ‘‘সে চরিত্রটির মতোই। আর ‘বীর’ সিনেমায় সুইট প্রিন্সেস চরিত্রটি সে রূপায়ন করবে।’’ পরবর্তীতে স্ক্রিন টেস্টসহ আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করেন জেরিন এবং সিনেমাটির রাজকুমারী যশধারা চরিত্রে অভিনয় করেন। যদিও সিনেমাটি বক্স অফিসে সফলতার মুখ দেখেনি। তবে পরবর্তী সময়ে অভিনয়ের পাশাপাশি আইটেম গানে পারফর্ম করে দর্শক-শ্রোতাদের নজন কাড়েন এই অভিনেত্রী। জেরিন খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘১৯২১’। ২০১৮ সালের ১২ জানুয়ারি মুক্তি পায় বলিউডের এই সিনেমা। বর্তমানে পাঞ্জাবি ভাষার একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত জেরিন। এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।

 

ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন জেরিন খান। বেড়েও উঠেছেন এই শহরে

 

২০১০ সালে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় এই অভিনেত্রীর

পরের বছরই ‘ক্যারেক্টার ঢিলা’ শিরোনামের আইটেম গানে পারফর্ম করে আলোচনায় আসেন জেরিন

 

২০১৩ সালে ‘নান রাজাবাগা পোগিরেন’ সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি

   

২০১৪ সালে ‘জাত জেমস বন্ড’ সিনেমার মাধ্যমে পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রে পা রাখেন জেরিন

   

রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৯/শান্ত/মারুফ