ফটো ফিচার

ছবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস

দিনব্যাপী বিভিন্ন আয়োজোনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে৷

গতকাল শুক্রবার ১৯৭৯ সালের ২২ নভেম্বর স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়া প্রথম বিশ্ববিদ্যালয়টি চার দশক পেরিয়ে ৪১ বছরে পদার্পণ করেছে।

দিবসটি উপলক্ষে দিনভর যে নানা কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তার কিছু মুহূর্ত ফুটে ওঠেছে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনজুরুল ইসলাম নাহিদের ক্যামেরায়...

সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত ও বেলুন উড়ানো হয়

উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়

হাতে বেলুন নিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচিতে অংশ নেয় ইবি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা

র‍্যালি শেষে কেক কেটে উদযাপন করা হয় বিশ্ববিদ্যালয়ের ৪১তম জন্মদিন

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী

জুমার নামাজের পর ইবি কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংস্কৃতিক অনুষ্ঠানে গানের তালে মেতে উঠেছেন শিক্ষার্থীরা

কর্মতৎপরতার সাথে কাজ করেছে রোভার স্কাউট ও বিএনসিসির সদস্যরা। র‍্যালির সামনে বাদ্যযন্ত্র নিয়ে স্কাউট গ্রুপ।

 

ইবি/হাকিম মাহি