ফটো ফিচার

ঢাবি মাতালেন মাশরাফি

নতুন মাশরাফি বিন মুর্তজার দেখা মিলল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

সেই লাল-সবুজ জার্সি। পেছনে লিখা,মাশরাফি। কিন্তু হাতে ব্যাট নেই, পায়ে প্যাড নেই। নেই ক্রিকেট বলও। তাহলে! এবার মাশরাফি ‘শ্যাটলারের’ ভূমিকায়!

পাঠক ভুল পড়ছেন না, সোমবার রাতে ব্যাডমিন্টন হাতে ঢাবি মাতিয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ‘মুজিববর্ষ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ উদ্বোধন করেন মাশরাফি। উদ্বোধনের পর ব্যাডমিন্টন হাতে কোর্টে নেমে পড়েন মাশরাফি।

তাকে খুব কাছ থেকে দেখেছে রাইজিংবিডির জ্যেষ্ঠ প্রতিবেদক রেজা পারভেজ,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে মাশরাফিকে ফুল দিয়ে বরণ করা হয়

 

মাশরাফির হাতে জার্সি তুলে দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য

 

একটু কথা না বললে কি আর হয়! মাশরাফি অনুপ্রেরণা দেন প্রতিযোগীদের

 

মাশরাফিকে দেওয়া হয় স্মারক সম্মাননা

 

মাশরাফির খেলার খন্ডচিত্র

 

শট নিচ্ছেন মাশরাফি।  কোর্টের চারিপাশে তার  খেলা দেখতে ভিড় শিক্ষার্থীদের।  

ঢাকা/রেজা/ইয়াসিন