ফটো ফিচার

ছবিতে গ্রামীণ নারীর কর্মময় জীবন

নারী সংসার সামলাবেন, পুরুষ বাইরে কাজ করবে— একসময় এটিই ছিল সামাজিক-রীতি। কিন্তু এই ধারণায় পরিবর্তন এসেছে। পুরুষের সঙ্গে তাল মিলিয়ে নারী কাজ করছেন বিভিন্ন ক্ষেত্রে। একসময় যেটি প্রায় অসম্ভব বলে মনে করা হতো, এখন এটিই বাস্তবতা।

আমাদের চারপাশে তাকালেই দেখা যায়, কীভাবে নারীরা এই সমাজ, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অফিস-আদালত থেকে শুরু করে মাঠে-ঘাটে পুরুষের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করছেন। গ্রামীণ নারীর কর্মময় দৈনন্দিন জীবনের ছবি নিয়ে এই ফটো ফিচার।

শ্রমসাধ্য কাজ। এখানেও পিছিয়ে নেই নারী। পুরুষের পাশাপাশি তারাও ঘাম ঝরাচ্ছেন জীবিকার প্রয়োজনে।

 

বাজারে দোকান সামলাচ্ছেন এই নারী। এক হাতে তাকে সংসারও সামলাতে হয়।

 

ঘর-গৃহস্থালির কাজের পাশাপাশি নারীরা তৈরি করছেন বিভিন্ন সৌখিন জিনিসপত্র। গ্রামীণ নারীর চিরায়ত রূপ। 

 

শুঁটকি পল্লীতে কর্মরত এক নারী শ্রমিক। দারিদ্র্য তারা এভাবেই হেসে উড়িয়ে দেন।

 

 

ঢাকা/মারুফ/তারা