ফটো ফিচার

ফুলের গল্প

করোনাকালে প্রকৃতি যেন ফিরে পেয়েছে প্রাণ।  মানবজাতির কাছে করোনাভাইরাস অভিশাপ হয়ে এলেও এ যেন প্রকৃতির বন্ধু।  প্রকৃতি নিজের মতো করে থাকার সুযোগ পায়।  সজীব হয়ে উঠতে শুরু করে বিশ্ব পরিবেশ।  ঢাকার বিভিন্ন এলাকা থেকে কয়েকটি ফুলের ছবি তুলেছেন রাইজিংবিডির আলোকচিত্রী শাহীন ভূঁইয়া।  

কচুরিপানার ফুল  

নাগালিঙ্গম ফুল।  ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা  থেকে তোলা  

নাগালিঙ্গম ফুল  

নাগালিঙ্গম।  ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা

 

শাহীন/সাইফ