ফটো ফিচার

ছবিতে চরের জীবন

কখনও জোয়ার কখনো ভাটা। জোয়ার-ভাটার মতোই জীবন চলে চরাঞ্চলের মানুষের। প্রকৃতির সঙ্গে তালমিলে জবীন ও জীবিকা চলে মানিকগঞ্জের লেছড়াগঞ্জ, সুতালড়ী, আজিমনগর চরের বাসিন্দাদের। সেখানে বেশিরভাগ মানুষ কৃষি কাজ করেন।

  প্রকৃতিপ্রেমির চোখ যাবে কলমি ফুলে। কিন্তু চরাঞ্চলের বাসিন্দাদের চোখ যাবে কলমি শাকে। তবে কলমি শাক খেতে কিন্তু মন্দ নয়   

চারদিকে সবুজ আর সবুজ। রোদে কৃষককে ছায়া দিতে দাঁড়িয়ে আছে ছোট গাছ  

মেঠো পথ ধরে হেটে যাচ্ছেন স্থানীয়রা    

পথ নয় বৈদ্যুতিক খুঁটির দিকে তাকান। খুঁটি আছে তার নেই। এখনও বিদ্যুৎ পাননি চরাঞ্চলের অনেক বাসিন্দা  

শহরে যাতায়াতের একমাত্র মাধ‌্যম নৌকা বা ট্রলার। এতে করেই যাওয়া-আসা করেন চরের বাসিন্দারা  

প্রতি বছর ভাঙা-গড়ার খেলায় মাতে সর্বনাশা পদ্মা  

ভাঙা পদ্মার পাড়ে বসে মাছ ধরছেন একজন  

চরাঞ্চলে মালামাল পরিবহন করা হয় ঘোড়ার গাড়িতে করে