নানা বিতর্কের পর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতায় বিজয়ী হন জেসিয়া ইসলাম। তারপর বিশ্ব মঞ্চে লাল-সবুজের পতাকা উড়ান তিনি। এই সুন্দরী প্রতিযোগিতার প্ল্যাটফর্ম থেকেই ‘বিতর্ক’ পিছু নেয় জেসিয়ার। তারপর মডেলিং ও নাটকে অভিনয় শুরু করেন।
২০১৮ সালে ‘ব্যাচেলর ডটকম’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে নাটকে তার অভিষেক হওয়ার কথা ছিল। এটি পরিচালনা করার কথা ছিল ইফতেখার শুভর। কিন্তু তা হয়নি। বরং ‘ছবি প্রতিচ্ছবি’ শিরোনামের একক নাটকের মধ্য দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন। এতে তার সহশিল্পী ছিলেন ‘বন্ধু’ সালমান মুক্তাদির। তবে অভিনয়ের এই যাত্রা বেশি দিন দীর্ঘ হয়নি জেসিয়ার।
ইউটিউবার ‘বন্ধু’ সালমান মুক্তাদির এক সময় জেসিয়ার প্রেমিক হয়ে ওঠেন। শুরু হয় এ জুটির প্রেম-বিয়ের গুঞ্জন। ২০১৯ সালের শুরুতে হঠাৎ নেটদুনিয়ায় ফাঁস হয় একটি ‘সেক্স স্ক্যান্ডাল’। এটি জেসিয়া-সালমানের বলে দাবি করেন নেটিজেনরা। এরপর বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। কিন্তু সালমান মুক্তাদির ও জেসিয়া দাবি করেন— ভিডিওটি ফেক। এ ভিডিও প্রকাশ্যে আসার পর জেসিয়ার ব্যক্তিগত জীবনে শুরু হয় টানাপড়েন।
২০১৯ সালের শেষের দিকে সালমান মুক্তাদিরের বাড়ির প্রবেশমুখে এক তরুণীর ইটপাটকেল ছোড়ার একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। সবাই ধরে নেন, মেয়েটি জেসিয়া ইসলাম। পরে জেসিয়া নিজেই স্বীকার করেন ওই মেয়েটি তিনি ছিলেন।
পরে জেসিয়া ইসলাম গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমাদের (সালমান-জেসিয়া) প্রেমের সম্পর্কের বয়স দেড় বছরের। কিছুদিন ধরে সে আমার কাছে কিছু বিষয় লুকাচ্ছিল। আর সেদিন আমার সঙ্গে সালমান একটা বিষয়ে মিথ্যা বলে, বিষয়টি বুঝতে পেরে আমি ওর বাসায় যেতে বাধ্য হই। সে ভাবতে পারেনি, এত রাতে আমি যাব। কিন্তু আমার আর কোনো উপায় ছিল না।’
সালমান মুক্তাদিরের সঙ্গে দেড় বছরের প্রেমের সম্পর্ক একটা বড় শিক্ষা বলে মনে করেন জেসিয়া। তিনি বলেন, ‘এই অধ্যায় আপাতত বন্ধ। আমি এখন থেকে কাজ নিয়ে থাকতে চাই। আমার অনেক কাজের সুযোগ থাকলেও করা হয়নি। আমি এখন কাজ আর পড়াশোনায় মন দেব। নিজেকে সময় দেব। নিজেকে ভালোবাসতে শিখব।’
সালমান মুক্তাদিরের বাড়িতে ইটপাটকেল ছোড়ার ঘটনার পর নিজেকে আড়ালে নিয়ে যান জেসিয়া। তারপর থেকে লাইমলাইটে নেই এই অভিনেত্রী। টুকটাক মডেলিং করলেও অভিনয়ে পুরোপুরি অনুপস্থিত। তবে তাকে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়। মাঝে মধ্যে খোলামেলা ছবি পোস্ট করে সমালোচিত হয়েছেন তিনি।
সম্প্রতি উপস্থাপনা শুরু করেছেন জেসিয়া ইসলাম। তার নতুন শোয়ের নাম ‘ফেসকার্ড’। এরইমধ্যে প্রচার শুরু হয়েছে ডাঙ্গুলি এন্টারটেইনমেন্টের প্ল্যাটফর্মে। জেসিয়া বলেন, ‘আগে শুধু ইন্টারভিউ দিয়েছি। এবার আমাকে হোস্ট হিসেবে পাওয়া যাচ্ছে। আমাকে ইন্টারভিউ দিতে গেস্টরা আসছেন।’
মডেলিং-উপস্থাপনার পাশাপাশি জেসিয়া এখন চাইছেন অভিনেত্রী হতে। এ বিষয়ে তিনি বলেন, ‘ভালো অভিনেত্রী হতে চাই। এটা চর্চার বিষয়, চেষ্টার ব্যাপার। ভবিষ্যতে আমাকে অভিনয়ে নিয়মিত পাওয়া যাবে। নাটক বা সিনেমা হোক যেকোনো মাধ্যমে কাজ করব। তবে আমার ড্রিম হচ্ছে, ভালো কিছু করার।’