তারকাবহুল আলোচিত সিনেমা ‘দ্য রাজাসাব’। মারুতি নির্মিত এ সিনেমা গত ৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এতে অভিনেত্রী নিধি আগরওয়ালের বিপরীতে অভিনয় করেছেন প্রভাস। মুক্তির পর সমালোচকদের নেতিবাচক প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। ফলে আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী নিধি। কারণ তার ‘ফ্লপ’ ক্যারিয়ারে সিনেমাটি আলোর দিশারী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
১৯৯২ সালে হায়দরাবাদে জন্মগ্রহণ করেন নিধি আগরওয়াল। তবে বেড়ে উঠেছেন বেঙ্গালুরুতে। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় ভাষায়ও কথা বলতে পারেন নিধি। বেঙ্গালুরুর বিদ্যাশিপ একাডেমি থেকে স্কুল জীবন শেষ করেন। বেঙ্গালুরুর ক্রিস্ট ইউনিভার্সিটি থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে শোবিজ অঙ্গনে পা রাখেন নিধি।
২০১৬ সালে পরিচালক সাব্বির খান জানান, ‘মুন্না মাইকেল’ সিনেমায় প্রধান চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন নিধি আগরওয়াল। সিনেমাটির ‘ডলি’ চরিত্রের জন্য ৩০০ জনের অডিশন নেন। পরে চরিত্রটির জন্য নিধিকে চূড়ান্ত করা হয়। ২০১৭ সালে মুক্তি পায় সিনেমাটি। তার অভিষেক চলচ্চিত্রটি মুক্তির পর সমালোচকদের নেতিবাচক প্রতিক্রিয়া কুড়ায়।
২০১৮ সালে নাগা চৈতন্যর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন নিধি। ‘সব্যসাচী’ শিরোনামের এ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় নিধির। তবে মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এটি। পরের বছরই মুক্তি পায় তেলেগু ভাষার ‘মিস্টার মজনু’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেন অখিল আক্কিনেনি। এটিও বক্স অফিসে ভরাডুবি হয়।
২০১৯ সালে নিধি আগরওয়ালকে নিয়ে পুরি জগন্নাথ নির্মাণ করেন ‘ইসমাট শঙ্কর’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেন রাম। এ সিনেমার মাধ্যমে বক্স অফিসে সফলতার মুখ দেখেন নিধি। টানা ১০০ দিন সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়।
২০২১ সালে ‘ঈশ্বরান’ সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন নিধি আগরওয়াল। এ সিনেমায় সিলামবারাসানের (সিম্বু) সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন এই অভিনেত্রী। মুক্তির পর সিনেমাটি মিশ্র প্রতিক্রিয়া লাভ করে। বক্স অফিসে গড়পড়তা পারফর্ম করে এটি। একই বছর মুক্তি পায় তার ‘ভূমি’ সিনেমা। এতে নায়ক হিসেবে পান রবি মোহনানকে। মুক্তির পর এ সিনেমাও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
২০২২ সালে শ্রীরাম আদিত্য নিধি আগরওয়ালকে নিয়ে নির্মাণ করেন ‘হিরো’ সিনেমা। এতে নিধির বিপরীতে অভিনয় করেন অশোক গালা। এ সিনেমা মুক্তির পর দর্শক-সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া লাভ করে। ৩২ কোটি রুপি বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ৪৯ কোটি রুপি। একই বছর মুক্তি পায় নিধি অভিনীত ‘কালাগা থালাইভান’ সিনেমা। এ সিনেমা মুক্তির পর দর্শক-সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হয়।
ভারতের দক্ষিণী সিনেমার ‘পাওয়ার স্টার’খ্যাত অভিনেতা পবন কল্যাণকে নিয়ে কৃষ নির্মাণ করেন ‘হরি হারা বীরা মালু’ সিনেমা। এতে অভিনয় করেন নিধি আগরওয়াল। সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী ছিলেন নিধি ও তার ভক্ত-অনুরাগীরা। গত বছর মুক্তি পায় সিনেমাটি। এ সিনেমা মুক্তির পর বক্স অফিসে ভরাডুবি হয়। দর্শকরা যেমন আশাহত হন, তেমনই মন ভাঙে নিধিরও।
আট বছরের অভিনয় ক্যারিয়ারে ১০টি সিনেমায় অভিনয় করেছেন নিধি আগরওয়াল। এর মধ্যে ‘দ্য রাজাসাব’ মাত্রই মুক্তি পেয়েছে। ফলে এখনই বলা যাচ্ছে না এটি ‘হিট’ না কি ‘ফ্লপ’। তবে নয়টি সিনেমার মধ্যে অধিকাংশ সিনেমার ললাটে ‘ফ্লপ’ তকমা জুটেছে।