রাজনীতি

জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক : দলের প্রতিষ্ঠাতা প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

 

দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শনিবার দুপুর ১২টার সময় তিনি সমাধিস্থলে আসেন। শ্রদ্ধা জানানো শেষে দোয়া মাহফিলে অংশ নেন তিনি। পরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে সমাধির পাশে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি নেত্রী।

 

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপি চেয়ারপারসন খালেদার জিয়ার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে (অব.) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপাসনের উপদেষ্টা শাহজাহান ওমর, মুশফিকুর রহমান, রুহুল আলম চৌধুরী, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক আহমেদ আজম খান উপস্থিতি ছিলেন।

 

কেন্দ্রীয় নেতাদের মধ্যে যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব উন নবী খান সোহেল, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আজিজুল বারী হেলাল, সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ ছাড়া শ্রমিক দলের সভপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ খান, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, জাসাসের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান, মহিলা দলের সভাপতি নুরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মহিলা নেত্রী হেলেন জেরিন খান, রেহানা আক্তার রানু, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, নিলুফার চৌধুরী মনি, শাম্মী আখতার, শ্যামা ওবায়েদ প্রমুখ উপস্থিতি ছিলেন।

 

বিএনপি চেয়ারপাসনের পর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মহানগর বিএনপি, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, জাসাস, ড্যাব, অ্যাব, উলামা দল, মৎস্যজীবী দল, তাঁতীদল, ছাত্রদল, সম্মিলিত পেশাজীবী পরিষদসহ সমমনা বিভিন্ন সংগঠন। এ ছাড়া ২০ দলীয় জোটের পক্ষে জাগপা, লেবার পার্টি, ন্যাপের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

শাহাদৎবার্ষিকী উপলক্ষে সমাধি প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এদিকে শনিবার দুপুরে ঢাকা মহানগরী বিএনপির উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন খালেদা জিয়া।

 

শাহাদৎবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ড্যাব-এর উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ওষুধ বিতরণের আয়োজন করা হবে। জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে এ বছর ১৪ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।

 

উল্লেখ্য, আজ ৩০ মে জিয়াউর রহমানের ৩৪তম শাহাদৎবার্ষিকী। ১৯৭১ সালে মহান স্বাধীনতাযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে জিয়াউর রহমানের ভূমিকা অবিস্মরণীয় হয়ে আছে। মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক হিসেবে রণাঙ্গনে যুদ্ধ করেন তিনি। ৭৫ পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন জিয়া। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

       

রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৫/রেজা/সাইফুল/এএন