রাজনীতি

বের হও : বদিউজ্জামান সোহাগ

নিজস্ব প্রতিবেদক : নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পদপ্রত্যাশী নেতাদের নামে স্লোগান দেওয়ায় কর্মীদের ধমকালেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

 

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশে (আইইবি) ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিলে পদপ্রত্যাশী নেতাদের নামে স্লোগান দেওয়ার দায়ে উদ্বোধনী বক্তব্যের সময় এই ধমক দেন তিনি।

 

বদিউজ্জামান সোহাগ বলেন, ‘বারবার বলেছি, যে নেতার নামে এই অডিটোরিয়ামে স্লোগান দেওয়া হবে তার প্রার্থিতা বাতিল করা হবে।’

 

তারপরও অডিটোরিয়ামের ভেতরে পদপ্রত্যাশীদের সমর্থকরা অনবরত স্লোগান দিতে থাকেন। তারপর বক্তব্য থামিয়ে সোহাগ বলেন, ‘এই ওখানে কার নামে স্লোগান দেওয়া হচ্ছে। বের হও। এই অডিটোরিয়ামের ভিতর থেকে। তোমাদের এখানে থাকার যোগ্যতা নেই।’ এরপর আবারও বক্তব্য শুরু করেন এই ছাত্রনেতা।

 

ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বিশেষ অতিথি হিসেবে সাবের হোসেন চৌধুরী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সানজিদা খানম, ছাত্রলীগের প্রাক্তন সভাপতি মাহমুদুল হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, গোলাম সারোয়ার কবির প্রমুখ।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। অনুষ্ঠান পরিচালনা করছেন মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শেখ আনিস-উজ-জামান রানা।

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৫/এনআর/সাইফুল