রাজনীতি

‘সরকারকে কনভিন্স করতে পারলেই ঋণ মওকুফ’

নিজস্ব প্রতিবেদক : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেছেন, সমবায় সমিতির ওপর ১৫ শতাংশ আয়কর বন্ধের জন্য কিছু প্রক্রিয়ার মধ্য থেকে আমাদের যেতে হবে। সরকারকে কনভিন্স করতে পারলেই ঋণ মওকুফ হবে।

 

বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে দি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. আয়োজিত ‘ঢাকা ক্রেডিটের ৬০ বছর হীরক জয়ন্তী উৎসব-২০১৫’ উপলক্ষে এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, বাজেট ঘোষণার আগে আয়কর মওকুফের বিষয়ে সমবায়ীরা কোনো উদ্যোগ নেয়নি। এখন এটি পাস হয়েছে। এটি পরিবর্তন করতে হলে আমাদের প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। এই অর্থবছরে ১৫ শতাংশ আয়কর দিতে হবে সমবায় সমিতির।

 

প্রমোদ মানকিন বলেন, আগামী অর্থবছরের আগে আপনারা উদ্যোগ নেবেন, আমরা ভেবে দেখব।

 

সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মো. মফিজুল ইসলাম বলেন, ১৫ শতাংশ আয়কর নীতি এসেছে এই চাপ সমবায় সমিতির জন্য বহন করতে কষ্ট হবে। অনেক সমিতি এখনও আয়কর দেয়ার অবস্থায় আসেনি।

 

আয়োজক সমিতির সভাপতি বাবু মার্কুজ গমেজের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরো উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব ধীরাজ কুমার নাথ, সংসদ সদস্য নাজমুল হক প্রধান, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক খায়রুল কবির, বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. রুহুল আমিন প্রমুখ।

     

রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৫/নাসির/দিলারা