রাজনীতি

প্রধানমন্ত্রী আমাকে অন্তর থেকে দূরে সরাননি : লতিফ সিদ্দিকী

গোপালগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অন্তর থেকে দূরে সরিয়েছেন- এ কথা বিশ্বাস করেন না আব্দুল লতিফ সিদ্দিকী।

 

তিনি বলেন, ‘পবিত্র হজ পালনের বিষয় নিয়ে আমার ভুল মন্তব্য ছিল না, এটা আমার বিরুদ্ধে অপপ্রচার ছিল। প্রধানমন্ত্রী বিব্রত হয়েছিলেন, তাই তিনি আমাকে দূরে সরিয়ে দিয়েছেন। সেটা হলো যান্ত্রিক দূরে সরানো। আমি মনে করি না, শেখ হাসিনা আমাকে অন্তর থেকে দূরে সরিয়েছেন।’

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

যুক্তরাষ্ট্রের এক অনুষ্ঠানে পবিত্র হজ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তি করে বিপাকে পড়েন আব্দুল লতিফ সিদ্দিকী। এরপর তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়। একই কারণে সম্প্রতি তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

 

লতিফ সিদ্দিকী বলেন, ‘যারা গণতন্ত্রে বিশ্বাস করে, মানবতায় বিশ্বাস করে, মনুষ্যত্বে বিশ্বাস করে, যারা সত্যিকার অর্থে মুসলমান, তাদের শেখ হাসিনার প্রতি আস্থা রাখা, বিশ্বাস রাখা, জাতির অগ্রগতি ও উন্নয়নে তার যে পদক্ষেপ, তা দলমত নির্বিশেষে সমর্থন করা উচিৎ।’

 

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ‘সমষ্টিগতভাবে যে সিন্ধান্ত নিয়েছেন, আমি তার প্রতি সম্মান দেখিয়েছি।’

 

নিজ আসনে উপনির্বাচন নিয়ে তিনি আরো বলেন, ‘সংসদ সদস্য তো ১৬ কোটি মানুষ হয় না, তিন শত সংসদ সদস্য হয়। আমি সংসদ সদস্য নই, এতে কোনো ক্ষতি হয়নি। আমি মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত নই। আমি দীর্ঘ দিন পর প্রকাশ্যে বের হলাম। যতদিন টানাপোড়েন ছিল,  আমি বের হয়নি।’

 

নিজ আসনের উপনির্বাচনে সমর্থন দেওয়া প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘নেত্রী যাকে সমর্থন দেবেন,  আমিও আমার সমর্থকদের বলব- তাকে সমর্থন করতে।’

 

এর আগে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানে সমাধিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হকসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

   

রাইজিংবিডি/গোপালগঞ্জ/৪ সেপ্টেম্বর ২০১৫/বাদল সাহা/বকুল