রাজনীতি

তৃণমূল নেতাদের সঙ্গে এরশাদের বৈঠক সোমবার

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে  বৈঠক করবেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রাজধানীর ইমানুয়েল কনভেনশন সেন্টারে সোমবার সকাল দশটা থেকে শুরু হবে এ বৈঠক।

 

বৈঠকে জাতীয় পার্টির জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌরসভা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তৃণমূল নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

 

জানা গেছে, জাতীয় পার্টিকে তৃণমূলে সুসংগঠিত করতে  জেলা উপজেলা পর্যায়ের নেতাদের মতামত গ্রহণ করা হবে। একইসঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে দলের নতুন কো-চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারকে।  বৈঠকে সভাপতিত্ব করবেন পার্টির চেয়ারম্যান এরশাদ।

 

দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার দেশের তৃণমূল নেতাদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দল শক্তিশালী করতে পার্টির চেয়ারম্যান উদ্যোগ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় তৃণমূল পর্যায়ের নেতাদের ডাকা হয়েছে। বৈঠকে নেতাদের মতামত গ্রহণ করে দলকে আগামী দিনের জন্য প্রস্তুত করা হবে।

     

রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৬/নঈমুদ্দীন/সাইফ