রাজনীতি

যুদ্ধাপরাধ বিচারের নামে রাজনৈতিক হেনস্থা করবেন না : তরিকুল

রাইজিংবিডি২৪.কম,ঢাকা:

বিএনপি যুদ্ধাপরাধের বিচার চায়। তবে সে বিচার করতে গিয়ে কাউকে রাজনৈতিক কারণে যেন হেনস্থা করা না হয়।  শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্তমানে সমন্বয়কের দায়িত্ব পালনকারী তরিকুল ইসলাম এ কথা বলেন।  মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তরিকুল বলেন, যুদ্ধাপরাধীদের কাউকে বাঁচানোর প্রশ্ন নেই। আমরা চাই, তাদের বিচার হোক। অবশ্যই বিচার হোক। কারণ, আমরা মুক্তিযোদ্ধার দল। তবে সে বিচার যেন রাজনৈতিক কারণে কাউকে অন্যায়ভাবে শাস্তি দেয়ার জন্য না হয়, সেটাই আমরা চাই। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মওদুদ আহমদ বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছেন, তারাই একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে সে চেতনা ধূলিসাৎ করেছেন। তিনি যুদ্ধাপরাধীদের বিচারে রাজনৈতিক হয়রানি বন্ধ ও স্বচ্ছতার দাবি জানান।