রাজনীতি

‘জয়-সাফাদি নাটকের নাট্যকার তারেক রহমান’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে মেন্দি এন সাফাদির বৈঠক নাটকের রচয়িতা বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান।

 

রোববার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলীয় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ফরিদুননাহার লাইলী, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সম্পাদক সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম প্রমুখ।

 

সংবাদ সম্মেলনে মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘আমরা গভীর ক্ষোভ ও পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি, বিএনপি-জামায়াত অপশক্তি পায়ের নিচের স্খলিত জমি পুনরুদ্ধারের দূরাশায় একের পর এক ষড়যন্ত্র ও ভিত্তিহীন অপপ্রচারে লিপ্ত হয়েছে।’

 

সজীব ওয়াজেদ জয় ও ইসরায়েলি নাগরিক মেন্দি এন সাফাদির বৈঠকের খবরকে অসত্য, ভিত্তিহীন, কল্পিত দাবি করে মাহবুব-উল আলম হানিফ বলেন, এ সংবাদটির অন্যতম সূত্র হচ্ছেন বেগম জিয়ার উপদেষ্টা জাহিদ এইচ সরদার সাদী। এই ব্যক্তি ইতিপূর্বে ছয়জন মার্কিন কংগ্রেসম্যানের স্বাক্ষর জালিয়াতি করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন। ফলে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের কারাগারে যেতে হয়েছিল। আর যে কারণে খালেদা জিয়াও তার উপদেষ্টা জাহিদ এইচ সরদার সাদীকে দল থেকে বহিষ্কারের নাটক করতে বাধ্য হয়েছিলেন।

 

জাহিদ পুনরায় প্রতারণামূলক কাজে লিপ্ত হয়েছেন, এ অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, জয়ের সঙ্গে কখনোই মেন্দি এন সাফাদির বৈঠক বা সাক্ষাৎ হয়নি। এই নাটকের রচয়িতা হচ্ছেন মিথ্যাচার-ষড়যন্ত্র দুর্নীতি সন্ত্রাসের দায়ে অভিযুক্ত খালদা জিয়ার দুর্নীতিবাজ পুত্র তারেক রহমান। যিনি বিদেশে বসে দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।’

 

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নাটকের স্ক্রিপটি আসলে খুবই কাঁচা হাতের লেখা।তারেক রহমান অবশ্য ভুল করেছে, নাটকের জন্য আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো নাট্যকার আছেন, যারা ভালো স্ক্রিপ্ট লেখেন, তাদের কাছ থেকে পরামর্শ নিলে তারা এমন ধরা খাইত না।’

 

বিবিসি যদি এরকম ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে তাহলে আপনারা দলের পক্ষে কোনো পদক্ষেপ বা আইনি ব্যবস্থা নেবেন কি না? এ প্রশ্নের জবাবে মাহবুব-উল আলম হানিফ হানিফ বলেন,‘আমরা ইতিমধ্যেই বিবিসি বাংলার অনলাইন পত্রিকার সম্পাদকের সঙ্গে কথা বলেছি। আমরা নিন্দা ও প্রতিবাদ পাঠিয়েছি।আমাদেরকে সম্পাদক সাহেব জানিয়েছেন, তারা এ ব্যাপারে তদন্ত করছেন।’

 

তিনি আরো বলেন, ‘এ ধরনের সাক্ষাৎকার ভিত্তিহীন এবং কাল্পনিক। বিবিসি তা প্রচার করে তাদের ভাবমূর্তি নষ্ট করেছে। ভাবমূর্তি পুনরুদ্ধার এবং প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য এই ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত আছে তা জাতির কাছে প্রকাশ করবেন, এটাই আমরা প্রত্যাশা করি।’

 

খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের এ ধরনের ষড়যন্ত্র ও নেতিবাচক রাজনীতির পথ পরিহার করার আহ্বান জানিয়েছেন মাহবুব-উল আলম হানিফ।

   

রাইজিংবিডি/ঢাকা/২৯ মে ২০১৬/এনআর/রফিক