রাজনীতি

‘উপমহাদেশে সুসম্পর্ক তৈরিতে কাজ করছে আ.লীগ’

রাইজিংবিডি টিম : কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্কসবাদী) কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য বিমান বসু বলেছেন, উপমহাদেশে মানুষের মধ্যে সুসম্পর্ক তৈরিতে কার্যকর ভূমিকা রাখছে বাংলাদেশ আওয়ামী লীগ।

 

শনিবার দুপুরে আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে বিদেশি  অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

বিমান বসু বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছে। এ বিষয়টি বাংলাদেশের মানুষ বিবেচনা করবেন। তবে এ দলের সরকার ভারতীয় উপমহাদেশের মানুষের মধ্যে যে সম্পর্ক তৈরির জন্য ভূমিকা পালন করছে- তা সত্যিই প্রশংসার দাবি রাখে। আশা করব তারা এ কাজটি চালিয়ে যাবে। যেন সত্যিকার অর্থে এ অঞ্চলের মানুষের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। 

 

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় মৌলবাদীদের বিরুদ্ধে লড়াই করে আসছে। এ জন্য সংগঠনটিকে আমার কুর্ণিশ জানাই। যে রাষ্ট্রের জন্মলগ্ন থেকে সংগঠনটি গৌরবজনক ভূমিকা পালন করছে তারা এ ধরনের কাজ সারাজীবন অব্যাহত রাখবে।

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্জনে আওয়ামী লীগ সরকারের ভূমিকার প্রশংসা করে তিনি বিমান বসু বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের ভাষা ও সংস্কৃতিকে যে উচ্চমানে তুলেছে, তা শুধু এ দেশের ক্ষেত্রে না- সারা পৃথিবীর ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

     

রাইজিংবিডি/ঢাকা/২২ অক্টোবর ২০১৬/আহমদ নূর/সাইফ