রাজনীতি

রাষ্ট্রধর্ম তুলে দেওয়ার ষড়যন্ত্র জনগণ মানবে না

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি আলমগীর সিকদার লোটন বলেছেন, সুযোগ পেলে রাষ্ট্রধর্ম তুলে দেওয়ার কোনো ষড়যন্ত্রই দেশের মানুষ বরদাশত করবে না। সংখ্যাগরিষ্ট এই মুসলিম দেশে এ ধরনের চিন্তা করাই অনুচিত।

 

রোববার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে যুবসংহতি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।

 

শনিবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এক অনুষ্ঠানে বলেছিলেন সুযোগ পেলে আওয়ামী লীগ রাষ্ট্রধর্ম তুলে দেবে। এর জবাবে যুবসংহতির এ শীর্ষনেতা এ কথা বলেন এবং তার বক্তব্যের প্রতিবাদ জানান।

 

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মো. দ্বীন ইসলাম শেখের সভাপতিত্বে পরিচিতি সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সেক্রেটারি জহিরুল আলম রুবেল, সৈয়দা পারভীন তারেক, যুব সংহতির সেক্রেটারি ফখরুল আহসান শাহজাদা, দক্ষিণের সেক্রেটারি শেখ সারওয়ার হোসেন, হেলাল উদ্দিন, মিজানুর রহমান মিরু, নজরুল ইসলাম প্রমুখ।

   

রাইজিংবিডি/ঢাকা/১৩ নভেম্বর ২০১৬/নঈমুদ্দীন/সাইফ