রাজনীতি

‘বিএনপি কর্মীদের জেল দিয়ে হলেও রোহিঙ্গাদের জায়গা দিন’

নিজস্ব প্রতিবেদক : প্রয়োজনে নতুন করে বিএনপির আরো ১ লাখ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে হলেও রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক।

 

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত মিয়ানমারে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

 

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপির আরো ১ লাখ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে নির্যাতন করুন, তবুও রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ দিন। তাদের নির্যাতনের বিরুদ্ধে অনতিবিলম্বে প্রতিবাদ জানান।’

 

ফারুক বলেন, ‘আমরা বুঝতে পারছি না মিয়ানমার ইস্যুতে সরকার এখনো নিশ্চুপ কেন? সরকারের উচিৎ অনতিবিলম্বে মিয়ানমারে মুসলিম হত্যার বিরুদ্ধে সর্বদলীয় বৈঠক ঢেকে তাদেরকে চাপ সৃষ্টি করা।’

 

মানববন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘গণতন্ত্রের মুখোশধারী অন সাং সূচির নোবেল পুরস্কার অবিলম্বে  প্রত্যাহার করে নেওয়া  হতে পারে মিয়ানমারে মুসলিম গণহত্যার বিরুদ্ধে এক নম্বর প্রতিবাদ।’

 

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন জুয়েল, বিএনপি নেতা শরিফুল ইসলাম প্রমুখ।

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ নভেম্বর ২০১৬/মিথুন/সাইফুল