রাজনীতি

জামায়াত ত্যাগ না করলে আলোচনা না

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জামায়াত-শিবিরকে ত্যাগ না করলে আপনাদের সঙ্গে আলোচনা হতে পারে না।

 

তিনি বলেন, ‘জনগণের ওপর আস্থা হারিয়ে বেগম জিয়া নির্বাচনবিমুখ। আপনাকে (খালেদা জিয়া) গণতান্ত্রিক ধারায় আসতে হবে। একাত্তরের পরাজিত মানবতাবিরোধী শক্তি জামায়াত-শিবিরের সঙ্গ ত্যাগ করতে হবে, নতুবা আপনাদের সঙ্গে আমাদের  আলোচনা হতে পারে না।’

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে বৃহস্পতিবার দুপুরে রাবি শাখা ছাত্রলীগের ২৫তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

 

সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ।  উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশকে নিরক্ষরমুক্ত করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। প্রধানমন্ত্রী আমাকে ও সাধারণ সম্পাদককে এ গুরুদায়িত্ব দিয়েছেন। সেই লক্ষ্যে আমরা সকল ইউনিয়ন, উপজেলা, জেলায় স্বাক্ষরতা দানে কাজ করব।’

 

এ সময় তিনি সকল নেতা-কর্মীকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়ার আহ্বান জানান।

 

ক্লাসে ও ক্যাম্পাসে জনপ্রিয় এবং মেধাবীরাই ছাত্রলীগের নেতৃত্বে আসবে উল্লেখ করে সম্মেলনের প্রধান বক্তা ছাত্র লীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ‘এই ক্যাম্পাস থেকে যারা বঙ্গবন্ধুর আদর্শ মুছে দিতে চেয়েছিল, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে। তবে সেটা অস্ত্র দিয়ে নয়, মেধা ও আদর্শ দিয়ে। ছাত্রলীগ নেতাদের পোশাকে নয়, কথাবার্তা ও চালচলনে আকর্ষণীয় হতে হবে।’

 

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘দল ভারি করার জন্য নিজের বিভাগের ছাত্রদল বা শিবিরকে নিয়ে চলাফেরা করলে লাভ হবে না। যাদের দেখে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নিজের ভাই মনে করে, নিরাপদ মনে করে, সেসব মেধাবীরাই নেতৃত্বে আসবে। চরিত্রহীন, চাঁদাবাজরা নেতৃত্বে আসবে না।’

 

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ  চৌধুরী বলেন, ‘ছাত্রলীগ কখনো লোভ-লালসার রাজনীতি করে না। বঙ্গবন্ধু ১৯৪৮ সালে বাঙালি জাতির, বাঙালি ছাত্রের অধিকার প্রতিষ্ঠার জন্য ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। সেই পথচলায় ছাত্রলীগ কখনো থেমে থাকেনি। মুক্তিযুদ্ধের সময়, স্বাধিকার আন্দোলনে ৭২ হাজার ছাত্রলীগ নেতা-কর্মী রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে।’ 

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘রাবি ছাত্রলীগের প্রথম ও প্রধান দায়িত্ব হলো স্বাধীনতাবিরোধী শক্তিকে ক্যাম্পাস ও তার আশপাশ থেকে বিতাড়িত করা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে তাদের প্রেতাত্মা থাকলে তাদের বিতাড়িত করতে হবে।’ 

 

সম্মেলনে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম ঠান্ডু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারাণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ। শিবিরের হামলায় আহত ছাত্রলীগ নেতাদের উত্তরীয় প্রদানের মাধ্যমে সম্মেলনের প্রথম পর্ব শেষ হয়।

 

সকাল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়কে শোডাউন ও মিছিল করে। সম্মেলনের দ্বিতীয় পর্বে রয়েছে রাবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা।

   

রাইজিংবিডি/রাবি/০৮ ডিসেম্বর ২০১৬/মেহেদী হাসান/বকুল