রাজনীতি

‘যারা নির্বাচন বয়কট করে তারা গণতন্ত্র চায় না’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যারা কথায় কথায় নির্বাচন বয়কট করে তারা গণতন্ত্র চায় না।

 

বৃহস্পতিবার রাজধানীতে ধানমন্ডির রাসেল স্কয়ারে আওয়ামী লীগের সমাবেশে তিনি এ কথা বলেন।

 

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘কয়বার আওয়ামী লীগ নির্বাচন বয়কট করেছে? গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচনের বিকল্প নেই। খালেদা জিয়া নির্বাচনে আসেন নাই। না এসে তিনি কী পেয়েছেন? কী পুরস্কার পেলেন তিনি? নির্বাচনে আসলেন না। মানুষ হত্যার রাজনীতি করেন।’

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আশরাফুল ইসলাম বলেন, ‘নির্বাচনের মাঠে আপনাকে আসতে হবে। জনগণের কাছে যেতে হবে।’

 

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘বর্তমানে দেশ যেভাবে চলছে তাতে আগামীতে কেয়ারটেকার সরকার বা সেনাবাহিনীর প্রয়োজন হবে না।’

   

রাইজিংবিডি/ঢাকা/৫ জানুয়ারি ২০১৭/আরিফ সাওন/মিথুন/সাইফ