রাজনীতি

‘জামায়াতকে নিয়ে বিএনপির ষড়যন্ত্র সফল হবে না’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি যে ষড়যন্ত্রই করুক না কেন, তা সফল হবে না। দেশের শান্তিকামী মানুষ তা সফল হতে দেবে না।

 

বৃহস্পতিবার রাজধানীর রাসেল স্কয়ারে ৫ জানুয়ারি নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ শীর্ষক এক সমাবেশে তিনি এ কথা বলেন।

 

মতিয়া চৌধুরী বলেন, ‘খালেদা জিয়া ৯২দিন নিজের কার্যালয়ে ছিলেন। তখন ঘোষণা দিলেন- শেখ হাসিনার পতন না করে বাড়ি ফিরবেন না। কিন্তু এখন তিনি বাড়ি আছেন।’

 

তিনি বলেন, নিয়ত ভালো থাকা লাগে। খালেদা জিয়ার নিয়ত ভালো ছিল না। তাই আল্লাহ তার নিয়ত পূরণ করেননি।

 

মতিয়া চৌধুরী বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বহুমুখি পদক্ষেপ গ্রহণ করেছি। তাই দেশের উন্নয়নে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় গণতন্ত্র রক্ষায় সবাইকে ধন্যবাদ জানান মতিয়া চৌধুরি।

 

তিনি বলেন, ‘খালেদার জিয়ার ছেলে যখন মারা যায়, তখন প্রধানমন্ত্রী তার কার্যালয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি গেট খুলেননি। তাদের অসভ্যতা ও অভদ্রতার প্রমাণ তখন দেশের মানুষ দেখেছে।’

 

খালেদা জিয়ার ভুল সিদ্ধান্তের জন্য তার দলের আজ এ অবস্থা মন্তব্য করে মতিয়া চৌধুরী বলেন, ‘এটা কেমন সিদ্ধান্ত জাতীয় নির্বাচন বয়কট করবেন, আর লোকাল নির্বাচনে অংশ নেবেন।’

   

রাইজিংবিডি/ঢাকা/৫ জানুয়ারি ২০১৭/আরিফ সাওন/মিথুন/সাইফ