রাজনীতি

নাম জমা দিল বিএনপি

সচিবালয় প্রতিবেদক : নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তাবিত নাম জমা দিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে বিএনপি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের (প্রশাসন ও বিধি) কাছে নামের তালিকা জমা দেয়। নামের তালিকা জমা দিতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদ রাইজিংবিডিকে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, দুপুর পৌনে ১টা পর্যন্ত ১৫টি রাজনৈতিক দল সার্চ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তাবিত নামের তালিকা জমা দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে যে ১৩ দফা প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাবের আলোকে আমরা নির্বাচন কমিশনের নাম সার্চ কমিটির কাছে প্রস্তাব করেছি।’ কাদের নাম প্রস্তাব করা হয়েছে, জানতে চাইলে রিজভী নাম প্রকাশ না করে বলেন, ‘একটি খামে করে পাঁচজনের নাম জমা দেওয়া হয়েছে।’ সকাল ৯টা ৫০ মিনিটে প্রথম নামের তালিকা জমা দেয় এলডিপি। এ ছাড়া সার্চ কমিটিতে নামের তালিকা জমা দিয়েছে জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোট, ন্যাপ (মোজাফ্ফর), খেলাফত মজলিস, বিজেপি, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, জাসদ (ইনু), খেলাফত আন্দোলন, তরীকত ফেডারেশন, গণফ্রন্ট ও সাম্যবাদী দল। এর আগে গত শনিবার জাজেজ লাউঞ্জে সার্চ কমিটির প্রথম বৈঠক হয়। সেখানে কমিশন গঠন নিয়ে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনার সময় ও তালিকা চূড়ান্ত হয়। একই সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া ৩১টি রাজনৈতিক দলের কাছে নির্বাচন কমিশনের জন্য পাঁচটি করে নামের প্রস্তাব চাওয়ার সিদ্ধান্ত হয়। রাষ্ট্রপতির নির্দেশে গত ২৫ জানুয়ারি ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে ১০ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দেবে।

   

রাইজিংবিডি/ঢাকা/৩১ জানুয়ারি ২০১৭/হাসান/রেজা/ইভা/সাইফুল/এএন