রাজনীতি

নতুন ইসিতে আশাবাদী জাপা

জ্যেষ্ঠ প্রতিবেদক : নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে সৎ আখ্যায়িত করে নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়েছে জাতীয় পার্টি। এই ইসির তত্ত্বাবধানে আগামীতে সব নির্বাচনই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে এমনটাই আশা করে দলটি। মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এমন আশাবাদ ব্যক্ত করেন। নতুন সিইসিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘কে এম নুরুল হুদা একজন বীর মুক্তিযোদ্ধা। তাকে আমি ব্যক্তিগতভাবেও ভালো মানুষ হিসেবে জানি। আশা করি তার নেতৃত্বে আগামীতে সব নির্বাচনই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে।’ নির্বাচন কমিশন গঠন করার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান হাওলাদার। জাপা মহাসচিব বলেন, নির্বাচন কমিশনার হিসেবে প্রথমবারের মতো একজন নারীকে রাখা একটি ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে। জাপা প্রস্তাবিত নামের মধ্যে কেউ ইসিতে আছে কি না জানতে চাইলে হাওলাদার বলেন, আমাদের প্রস্তাবিত নাম এখানে আসছে কি না, তা দেখার বিষয় নয়। যাদের ওপরে দায়িত্ব অর্পিত হয়েছে তারা যদি সুন্দর-সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন এবং জনগণের আস্থা অর্জন করতে পারেন তাহলেই আমাদের প্রস্তাব সমাদৃত হবে। সংবাদ সম্মেলনে ছিলেন জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এসএম ফয়সল চিশতী, উপদেষ্টা শামীম হায়দার পাটোয়ারী, কাজী মামুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান এমএ তালহা, বাহাউদ্দিন বাবুল, নুরুল ইসলাম নুরু, আমানত হোসেন আমানত, শফিকুল ইসলাম সেন্টু যুগ্ম মহাসচিব জহিরুল আলম রুবেল, জাপা নেতা গোলাম মোস্তফা, এমএ রাজ্জাক খান, ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু প্রমুখ। সংবাদ সম্মেলনে ইসি কেমন হয়েছে জানতে চাইলে জিএম কাদের বলেন, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেশবাসী তাদের মূল্যায়ন করবে।’ দলবাজির ঊর্ধ্বে উঠে নিরপেক্ষতার সঙ্গে নতুন ইসি কাজ করবে বলেও আশা করেন তিনি। রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৭/নঈমুদ্দীন/এসএন