রাজনীতি

ছাত্রসমাজের দুই নেতাকে নোটিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির যৌথসভায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দলের ছাত্রসংগঠন জাতীয় ছাত্রসমাজের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এরা হলেন- সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুর রহমান রোহান ও সদস্য সচিব মো. নকিবুল হাসান নিলয়। শুক্রবার ছাত্রসমাজের সভাপতি সৈয়দ মো. ইফতেখার হাসান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু স্বাক্ষরিত নোটিশ তাদের কাছে পাঠানো হয়েছে। এতে তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে, অন্যথায় শৃঙ্খলাভঙ্গের দায়ে তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হবে। নোটিশে বলা হয়, বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হলে জাতীয় পার্টির যৌথসভা চলাকালে ছাত্রসমাজের এই দুই নেতা সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার প্রাক্তন যুগ্ম-আহ্বায়ক জাকির উল্লাহর ওপর অতর্কিত হামলা করে। এতে কর্মসূচিতে বিশৃঙ্খলা এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এটি গঠনতন্ত্র লঙ্ঘনের শামিল। এ কারণে তাদের কেন সংগঠন থেকে বহিষ্কার করা হবে না তা আগামী তিন দিনের মধ্যে লিখিতভাবে কেন্দ্রীয় দপ্তরকে জানাতে বলা হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৭/নঈমুদ্দীন/রফিক